ইঞ্জিনীয়ারদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে বললেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্ঢেম্বর৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ইঞ্জিনীয়ারদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হবার আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেন, ইঞ্জিনীয়ারগণ নতুন নতুন পরিকাঠামো গড়ে তুলেন কিন্তু রাষ্ট্রপ্রেম রাজ্য বা রাষ্ট্রকে নির্মাণ করে৷ তাই ইঞ্জিনীয়ারদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে৷ মুখ্যমন্ত্রী শ্রীদেব আজ সকালে উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে ৫২ তম ইঞ্জিনীয়ার্স-ডে উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনাচক্রে প্রধান অতিথির ভাষণে এই কথা বলেন৷


প্রদীপ জেলে আলোচনাচক্রের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী সর্বপ্রথমে দেশের প্রয়াত বরেণ্য ইঞ্জিনীয়ার ভারতরত্ন এম বিশ্বেশ্বরাইয়া-র মূর্তিতে মাল্যদান করে তাঁর প্রতি বিনম শ্রদ্ধাজ্ঞাপন করেন৷ তিনি বলেন, হলেন দেশ গড়ার কারিগর৷ তারা নিত্য নূতন পরিকাঠামো ও নির্মাণ শৈলী নির্মাণ করেন৷ কিন্তু সর্বাগ্রে দেশকে এবং সাধারণ মানুষকে ভালবাসতে হবে৷ দুর্নীতির সাথে আপোস করা চলবে না৷ তিনি বলেন, বিগত সরকার সে পথে হাঁটেনি৷ আজ এম বিশ্বেশ্বরাইয়ার জন্মদিনে প্রত্যেক ইি’নীয়ারকে আত্ম বিশ্লেষণ করার জন্য তিনি আহ্বান জানান৷


অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, এক বছরের কাজের নিরীখে জীবনকে মূল্যায়ণ করতে হয়৷ যেমনটা মহাত্মা গান্ধী করতেন৷ জীবনকে মূল্যায়ণ করেছেন বলেই নরেন্দ্র মোদী আজ প্রধানমন্ত্রী হয়েছেন৷ তিনি আজ ইঞ্জিনীয়ার্স-ডে উপলক্ষ্যে ইঞ্জিনীয়ারদের শুভেচ্ছা জানিয়েছেন৷ আগামী ১৭ সেপ্ঢেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন৷ তিনি তাঁর জন্মদিন পালন না করে নানা সেবামূলক কাজ করার জন্য ১৪ থেকে ২০ সেপ্ঢেম্বর পর্যন্ত সেবা সপ্তাহ হিসেবে ঘোষণা করেছেন৷ তিনি বলেন, মনে তখনই আনন্দ আসবে যখন কাজের ভুল-ত্রটিগুলি আমরা অনুভব করব৷ ভুল ত্রটির মূল্যায়ণই মানসিকশক্তি বাড়ায়, কর্মদক্ষতা বৃদ্ধি করে৷ এম বিশ্বেশ্বরাইয়ার জন্মদিন পালন তখনই সার্থক হবে যখন তাঁর দেশপ্রেম ও জনকল্যাণমূলক কাজকে আমরা নিজ জীবনে উপলব্ধি করতে পারব৷


মুখ্যমন্ত্রী বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান প্রায় শেষ হয়ে গিয়েছিল৷ কেবল রাষ্ট্রপ্রেম জাপানকে আবার তৈরী করতে সাহায্য করেছে৷ তিনি বলেন, রাষ্ট্র নির্মাণে নিজ-নিজ মাতৃভাষার বড় ভূমিকা রয়েছে৷ ইংরেজী মাধ্যমই যদি মূল ভিত্তি হতো তবে জার্মান, চিন, রাশিয়া, ফ্রান্স, জাপান, ইজরায়েল, দ. কোরিয়া আজ এতো শক্তিশালী হতো না৷


মুখ্যমন্ত্রী উপস্থিত ইঞ্জিনীয়ারদের উদ্দেশ্যে বলেন, আপনারা নিজ ঘরকে যেভাবে দেখেন কর্মক্ষেত্রকেও সেভাবে দেখতে হবে৷ সাধারণ মানুষের কথা শুনতে হবে৷ এক বছরের পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে৷ জনিয়ার ইঞ্জিনীয়ারদের কাজে এক্সিকিউটিভ ইঞ্জিনীয়ারদের মনিটরিং করতে হবে৷ তবেই ধীরে ধীরে ত্রিপুরা মডেল স্টেট-এ পরিণত হবে৷


অনুষ্ঠানে তাছাড়াও বক্তব্য রাখেন স্টেট ইঞ্জিনীয়ার্স এসোসিয়েশনের সদস্য তথা পূর্ত দপ্তরের প্রাক্তণ মুখ্য বাস্তুকার তপন লোধ৷ স্বাগত ভাষণে স্টেট ইি’নীয়ার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বুল বুল চন্দ্র দাস বলেন, আজকের দিনটি ভারতবর্ষের জন্য গৌরবময় দিন৷ আজ রাজ্যের ৮টি জেলায় এই দিনটি পালন করা হচ্ছে৷ বৃক্ষ রোপন, বস্ত্রদান, পণ্যসামগ্রী প্রদান, মশারী বিতরণ ইত্যাদির মাধ্যমে দিনটি পালন করা হচ্ছে বলে তিনি জানান৷ অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী শ্রীদেব উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে ফলক উন্মোচন করে ’আই লাভ আগরতলা’ আইকনিক সিটি সাইনেজ-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন৷ এতে রাজ্যে পর্যটন শিল্পের উন্নয়ন হবে৷ আলোচনাচক্রে ত্রিপুরা খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের চেয়ারম্যান রাজীব ভ-াচার্য, পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকার (রোড এণ্ড বিল্ডিং) দীপক চন্দ্র দাস ছাড়াও ইঞ্জিনীয়ারগণ উপস্থিত ছিলেন৷ সভাপতিত্ব করেন স্টেট ইঞ্জিনীয়ার্স এসোসিয়েশন (ত্রিপুরা)র সহ সভাপতি দেবাশীষ দাস গুপ্ত৷