
নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (হি.স.): ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একজন সেকশন অফিসার| ১৬ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অপরাধে স্বরাষ্ট্রমন্ত্রকের সেকশন অফিসার ধীরজ কুমার সিংকে হাতেনাতে গ্রেফতার করেছেন সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর গোয়েন্দারা| বাজেয়াপ্ত করা হয়েছে ১৬ লক্ষ টাকা|
সিবিআই সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে দিল্লিতে নিজ বাসভবনেই ১৬ লক্ষ টাকা ঘুষ নিচ্ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রকের ওই অফিসা| তখনই ১৬ লক্ষ টাকা-সহ হাতেনাতে গ্রেফতার করা হয় ওই অফিসারকে| কী কারণে তিনি ঘুষ নিচ্ছিলেন, তা জানার জন্য ওই আধিকারিককে হেফাজতে নিয়েছে সিবিআই| আপাতত তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে|

