মহিলার পঁচাগলা মৃতদেহ উদ্ধার হাসপাতালের বিশ্রমাগারে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্ঢেম্বর ৷৷ হাসপাতালের বিশ্রামাগারে পড়ে থাকা ভবঘুরে বৃদ্ধার মৃতদেহ দু-দিন পর মঙ্গলবার মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ৷ কারণ, মৃতদেহের পঁচা গন্ধে সকলের চলাফেরা মুশকিল হয়ে পড়েছিল৷ অথচ, হাসপাতাল কর্তৃপক্ষ খবর পেয়েও দু-দিন ধরে কোনও উদ্যোগ নেয়নি৷


গত রবিবার ধর্মনগর জেলা হাসপাতালে বিশ্রামাগারে আশ্রয়রত জনৈক ভবঘুরে মহিলার মৃত্যু হয়৷ কিন্তু, কেউ তাঁর মৃতদেহ সৎকারে এগিয়ে আসেনি৷ আর অনেকেই তাঁর মৃত্যুর বিষয়টি টের পেয়েও এড়িয়ে গেছেন৷


স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েক মাস যাবৎ ধর্মনগর জেলা হাসপাতাল চত্বরে ঘোরাঘুরি করতেন পঞ্চাশোর্ধ এক বৃদ্ধা৷ প্রায়ই হাসপাতালের বিশ্রামাগারে রাতে তিনি আশ্রয় নিতেন৷ রবিবার তাঁর মৃত্যুর বিষয়টি টের পাওয়ার পরও সকলেই এড়িয়ে যাওয়ার ঘটনায় অমানবিকতার দৃষ্টান্ত স্থাপন হয়েছে বলেই মনে করা হচ্ছে৷


এদিকে, সোমবার থেকেই হাসপাতালের বিশ্রামাগারে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে৷ তাতে, কয়েকজন ই-রিক্সা চালক মিলে বিষয়টি ডা. মণ্টু চাকমার নজরে নেন৷ কিন্তু, ভবঘুরে মহিলার মৃত্যুতে হাসপাতাল কর্তৃপক্ষ কোনও দায়িত্ব নিতে পারবে না বলে তিনি সাফ জানিয়ে দেন৷ এদিকে, মঙ্গলবার মৃতদেহের পঁচা গন্ধে কারোর পক্ষে ওই বিশ্রামাগারে টিঁকে থাকা যাচ্ছিল না, তাই কয়েকজন ই-রিক্সা চালক মেডিক্যাল সুপার ডা: শীর্ষেন্দু চাকমার সাথে দেখা করে এ-বিষয়ে হস্তক্ষেপের দাবি জানান৷

তিনি ছুটে গিয়ে ঘটনা সম্পর্কে অবগত হন এবং পুলিশে খবর দেন৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয়৷ ধর্মনগর জেলা হাসপাতালের বিশ্রামাগারে দু-দিন ধরে মৃতদেহ পড়ে থাকার ঘটনায় জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷