অক্টোবরে ফ্রান্স যাচ্ছেন রাজনাথ সিং, ৮ তারিখ গ্রহণ করবেন রাফাল যুদ্ধবিমান

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (হি.স.): আর মাত্র ২৭ দিনের অপেক্ষা| অক্টোবর মাসেই ভারতের হাতে আসতে চলেছে রাফাল যুদ্ধবিমান| প্রথম রাফাল কমব্যাট এয়ারক্রাফ্ট গ্রহণ করতে ৮ অক্টোবর ফ্রান্সে যাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং| ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনের দ্বারা তৈরি রাফাল কমব্যাট এয়ারক্রাফ্ট আগামী বছরই ভারতে আসতে চলেছে| কেন্দ্রীয় সরকার সূত্রের খবর, ‘দু’টি কারণে ৮ অক্টোবর দিনটি খুবই শুভ, প্রথমত দশেরা এবং এয়ারফোর্স দিবস|’

৮ অক্টোবর ফ্রান্সে যাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং| রাফাল কমব্যাট এয়ারক্রাফ্ট গ্রহণ করতে প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গেই ফ্রান্সে যাচ্ছেন প্রতিরক্ষা সচিব অজয় কুমার এবং অন্যান্য পদস্থ আধিকাকিরা| আগামী ৮ অক্টোবর ভারতীয় বায়ুসেনার অন্তর্ভুক্ত হলেও, ২০২০ সালের মে মাসের পর থেকেই ভারতে এসে পেঁৗছবে রাফাল যুদ্ধবিমান| রাফাল যুদ্ধবিমান চালানোর জন্য তিনটি পৃথক ব্যাচে ২৪ জন পাইলটকে প্রশিক্ষণ দেবে ভারতীয় বায়ুসেনা|