সৎ বাবার লালসার শিকার মেয়ে

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৯ সেপ্ঢেম্বর৷৷ সৎ বাবা কর্তৃক ধর্ষিতা এক নাবালিকা৷ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে কদমতলা এলাকায়৷ ঘটনার বিবরণে প্রকাশ, কদমতলা থানাধীন সীমান্ত এলাকার রানীবাড়ী এলাকার সজল ভূমিজ তার ওই দ্বিতীয় স্ত্রীর মেয়েকে একাকিত্বের সুযোগ নিয়ে ধর্ষণ করে৷ ঘটনা আজ সকাল এগারোটা নাগাদ৷

এই নাবালিকা ধর্ষণের অভিযোগ করেন ক্ষুদ নাবালিকার মা৷উনারই ধর্ষক স্বামীর বিরুদ্ধে কদমতলা থানায় একটি মামলা দায়ের করেন৷ যার নম্বর ৫৪/১৯৷ যদিও খবর লেখা পর্যন্ত কদমতলা পুলিশ ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে৷ ধর্ষিতা নাবালিকা মেয়েকে নিয়ে কদমতলা থানায় আসেন ধর্ষিতার মা৷৷ কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার ঘটনার সত্যতা প্রকাশ করে জানান, সৎ বাবাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়৷বর্তমানে ধর্ষকের বিরুদ্ধে মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে কদমতলা থানা৷
এদিকে, ধর্ষিতা নাবালিকা মেয়ের মার অভিযোগ, দীর্ঘদিন ধরে তার সৎ বাবা মেয়েটির ওপর কুদৃষ্টি দিয়েছিল৷ আজ তার একাকীত্বের সুযোগ নিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ধর্ষিতার মায়ের৷