চাঁদের মাটি থেকে ২.১ কিমি দূরে নীরব ল্যান্ডার, অল্পেতে হাতছাড়া সাফল্য, ইসরো বিক্রমে গর্বিত ভারত

বেঙ্গালুরু, ৭ সেপ্টেম্বর (হি.স.)৷৷ শেষ মুহূর্তেই থমকে গেল চন্দ্রযান-২-এর যাত্রা৷ দীর্ঘ পথ অতিক্রম করার পর চাঁদের মাটি থেকে মাত্র ২.১ কিলোমিটার দূরেই নীরব হয়ে গেল বিক্রম ল্যান্ডার৷ বিগত ৪৭ দিনের যাত্রায় ইসরো-বিক্রম সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল৷ কিন্তু ঠিক কী হল বিক্রমের? জানে না ইসরোও৷ চলছে তথ্য বিশ্লেষণ৷ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চেয়ারম্যান কে সিবান জানিয়েছেন, চাঁদের মাটি থেকে ২.১ কিলোমিটার উচ্চতায় গ্রাউন্ড স্টেশনের সঙ্গে বিক্রম লান্ডারের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছে৷ চলছে তথ্য বিশ্লেষণ৷ বিক্রমের পরিণতি যাই হোক, বিজ্ঞানীদের কুর্নিশ জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ মাইক্রোব্লগিং সাইট টুইটারে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লিখেছেন, ’’চন্দ্রযান-২ মিশনের দ্বারা ইসরো-র বিজ্ঞানীরা অঙ্গীকার ও সাহসিকতা দেখিয়েছেন৷ ইসরো-র বিজ্ঞানীদের প্রতি গর্বিত দেশবাসী৷ ভালো কিছুর জন্য আমার আশাবাদী৷’’ প্রসঙ্গত, শনিবার ভোররাত ১.৪০ মিনিট থেকে শনিবার সকাল, এখনও ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন চাঁদের কক্ষপথে থাকা অরবিটারের৷ উদ্বেগে গোটা দেশ৷ উদ্বিগ্ণ রয়েছেন ইসরোর বিজ্ঞানীরাও৷ জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী জানান, ‘চাঁদকে ছোঁয়ার ইচ্ছাশক্তি আরও প্রবল হল আমাদেরঊ লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত আমরা দাঁড়াব নাঊ আমরা আত্মবিশ্বাসী, সফল আমরা হবই ৷ আমাদের কেউ রুখতে পারবে না৷’

গ্রাউন্ড স্টেশনের সঙ্গে বিক্রম লান্ডারের সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ’’জীবনে ওঠা-নামা তো থাকেই৷ এই পাওনাও সামান্য নয়৷ দেশবাসী আপনাদের (ইসরো-র বিজ্ঞানী) প্রতি গর্বিত৷ আপনাদের অভিনন্দন৷ দেশ, বিজ্ঞান এবং মানবজাতির স্বার্থে বিরাট বড় কাজ করেছেন আপনারা৷ আপনাদের পাশে সর্বদা আছি, সাহসিকতার সঙ্গে এগিয়ে চলুন৷’’ মাইক্রোব্লগিং সাইট টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, ’’আমাদের বিজ্ঞানীদের প্রতি আমরা গর্বিত! তাঁরা নিজেদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করেছেন এবং দেশকে গর্বিত করেছেন৷ ইসরো-র চেয়ারম্যান প্রতি মুহুর্তের আপডেট দিয়েছেন৷ আমরা আশাবাদী ছিলাম এবং মহাকাশ বিজ্ঞান নিয়ে আমরা আরও কঠোর পরিশ্রম করবো৷’’

অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান ২-এর যাত্রা প্রথমে থমকে গিয়েছিল শেষ মুহূর্তে, ত্রুটির কারণে৷ ত্রুটি সামলে এক সপ্তাহ পরেই গত ২২ জুলাই বাহুবলী রকেটের পিঠে চেপে রওনা দিয়েছিল ভারতের দ্বিতীয় চন্দ্রযান৷ ঠিক হয়েছিল ৭ সেপ্ঢেম্বর চাঁদের মাটিতে পা ছোঁয়াবে চন্দ্রযান ২৷ ইসরো-র পক্ষ থেকে জানানো হয়েছিল, ৭ সেপ্ঢেম্বর, শনিবার ভোররাত ১.৩০ থেকে ২.৩০ মিনিটের মধ্যে চাঁদের মাটি স্পর্শ করবে বিক্রম ল্যান্ডার৷ বিক্রম ল্যান্ডার চাঁদের মাটি স্পর্শ করার তিন ঘন্টার মধ্যেই বিক্রম ল্যান্ডার থেকে বেরিয়ে আসবে রোভার ‘‘প্রজ্ঞান’’৷ সেই মতো প্রস্তুতিও শুরু হয়েছিল৷ গভীর রাতে এমন একটা ঘটনা প্রত্যক্ষ করার জন্য গোটা দেশেই আগ্রহ ছিল তুঙ্গে৷ দেশের শহরে-গঞ্জে ও গ্রামে গভীর রাত পর্যন্ত জেগেই ছিলেন মানুষজন৷ ইসরো-র সেন্টারে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশের বিভিন্ন প্রান্তের ৬০ জন পড়ুয়া৷ উৎকন্ঠার মধ্যে ছিলেন ইসরো-র বিজ্ঞানীরা৷ কিন্তু, শেষ মুহূর্তেই থমকে গেল চন্দ্রযান-২-এর যাত্রা৷ দীর্ঘ পথ অতিক্রম করার পর চাঁদের মাটি (দক্ষিণ মেরু) থেকে মাত্র ২.১ কিলোমিটার দূরেই নীরব হয়ে গেল বিক্রম ল্যান্ডার৷

প্রসঙ্গত, এখনও পর্যন্ত কোনও দেশই চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখেনি৷ ভারত সেটাই করার চেষ্টা করেছিল৷ চাঁদের মাটিতে আদৌ জল আছে? চাঁদ ভবিষ্যতে বিপুল খনিজের উৎস হতে পারবে? এই সব প্রশ্ণের উত্তর খুঁজতেই চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল চন্দ্রযান-২৷

ইসরো সেন্টার থেকে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বার্তা, ‘বিজ্ঞানে ব্যর্থতা বলে কিছু নেইঊ বিজ্ঞানীরা পাথর ভেঙে পথ তৈরির মানুষ৷ হয়তো চন্দ্রযান-২ অভিযান সফল হয়নি, কিন্ত দারুণ হয়েছেঊ যা হয়েছে সেটা নিরলস পরিশ্রমের ফল৷ বিজ্ঞানীদের পাশাপাশি তাঁদের পরিবারকে স্যালুট জানাইঊ’ দৃঢ় আত্মবিশ্বাসের সঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘আমাদের চাঁদ নিয়ে বহু কল্পনা রয়েছে, চাঁদকে ছোঁয়ার ইচ্ছাশক্তি আরও প্রবল হল৷ সংকল্প আরও দৃঢ় হয়েছে ৷ আমরা সবাই একসঙ্গে আমাদের বিজ্ঞানীদের পাশে দাঁড়িয়ে আছি৷ প্রতিটি ভারতবাসী আমাদের বিজ্ঞানীদের নিয়ে গর্বিত এবং তাঁরা আরও আত্মবিশ্বাসী হলেন৷’ জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, ‘চন্দ্রযান-২ অভিযানে সঙ্গে অনেক মানুষ যুক্ত ছিলেন৷ বাঁধা হয়তো এসেছে, কিন্তু আমরা আশা হাড়বো না৷ আজকের এই শিক্ষা আমাদের আরও উন্নত ও শক্তিশালী করে তুলবে৷

মহাকাশ বিজ্ঞানে ইতিহাস তৈরি হওয়ার আগেই থমকে গেল ইসরো-র চন্দ্রযান-২৷ খোঁজ নেই বিক্রম ল্যান্ডারের৷ চাঁদের পৃষ্ঠ থেকে ২.১ কিলোমিটার উপরে ই বিক্রম ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ইসরো-র গ্রাউন্ড স্টেশনের৷ উদ্বেগ-উতণ্ঠায় দেশবাসীঊ নিজেকে ধরে রাখতে পারলেন না ইসরো-র চেয়ারম্যান কে সিবনও৷ প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন ইসরো-র চেয়ারম্যান৷

ইসরো-র বিজ্ঞানীদের মধ্যে বিষণ্ণ্তার ছায়া থাকলেও, তাঁদের উতুল্ল রাখার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘আমরা সবাই একসঙ্গে আমাদের বিজ্ঞানীদের পাশে দাঁড়িয়ে আছি৷ প্রতিটি ভারতবাসী আমাদের বিজ্ঞানীদের নিয়ে গর্বিত এবং তাঁরা আরও আত্মবিশ্বাসী হলেন৷’ কিন্তু, দুঃখ তো দুঃখই হয়! শনিবার ভোররাত থেকেই ইসরো-র বিজ্ঞানীদের চোখে মুখে বিষ্ণণ্ণ্তার ছাপ৷ ইসরো-র কন্েন্টাল রুমও নিশ্চুপ৷ বিক্রম ল্যান্ডারের সঙ্গে সম্পর্ক ছিন্ন হলেও, এখনই হাল ছাড়তে নারাজ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র বিজ্ঞানীরা৷ চলছে তথ্য বিশ্লেষণ৷ কিন্তু, কেন এমন হল সেই সদুত্তর দিতে পারেনি ইসরো৷

চন্দ্রযান-২ মিশনের জন্য ইসরো-র বিজ্ঞানীদের কুর্নিশ জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ মাইক্রোব্লগিং সাইট টুইটারে স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, ’’চন্দ্রযান মিশনের ক্ষেত্রে ইসরো-র এখনও পর্যন্ত অর্জন প্রত্যেকটি দেশবাসীকে গর্বিত করেছে৷ আমাদের বিজ্ঞানীদের পাশে রয়েছে প্রত্যেকটি দেশবাসী৷ ভবিষ্যতের প্রচেষ্টার জন্য শুভ কামনা৷’’

এতদিনের পরিশ্রম বিফলে যায়নি, বরং আরও অনেক পথ ভাঙা এবং উচ্চাকাঙ্ক্ষী ভারতীয় মহাকাশ অভিযানের ভিত্তি স্থাপন করল চন্দ্রযান ২৷ ইসরোর পাশে দাঁড়িয়ে টুইট করে একথাই জানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী৷ চাঁদের মাটি ছোঁওয়ার ঠিক আগে শনিবার ভোররাতে বিক্রম ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে ইসরো৷ তবে এতে হতাশ হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী৷ ইসরোর প্রতি শুভেচ্ছা বার্তা টুইট করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বললেন, ’ইসরোর বিজ্ঞানীরা গোটা দেশের কাছে অনুপ্রেরণা৷ তাঁদের এতদিনের চেষ্টা বিফল হয়নি৷ চন্দ্রযান ২ মিশনের সকলের বৈজ্ঞানিকদের কঠোর পরিশ্রমের জন্য তাঁদের অভিনন্দন৷ আরও অনেক পথ ভাঙা এবং উচ্চাকাঙ্ক্ষী ভারতীয় মহাকাশ অভিযানের ভিত্তি স্থাপন করল চন্দ্রযান ২৷’ চাঁদের মাটি থেকে মাত্র ২.১ কিলোমিটার যখন দূরে বিক্রম, তখনই এর সঙ্গে সমস্ত যোগাযোগ হারিয়ে ফেলে ইসরো৷ তার আগে পর্যন্ত সবকিছু ঠিক ছিল৷ কংগ্রেসের তরফেও টুইট করে ইসরোর বিজ্ঞানীদের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে৷

শনিবার সকালে ইসরো-র বিজ্ঞানীদের অভিবাদন জানিয়ে টুইটার মারফত ভুটানের প্রধানমন্ত্রীর বার্তা, ‘ভারত এবং সে দেশের বিজ্ঞানীদের জন্য আমরা গর্বিত৷ শেষ মুহূর্তে চন্দ্রযান-২ চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, তবে সাহসিকতা এবং কঠোর পরিশ্রম ঐতিহাসিক ছিল৷’ ভুটানের প্রধানমন্ত্রীর আত্মবিশ্বাস, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং টিম ইসরো-র চাঁদ ছোঁওয়ার স্বপ্ণ একদিন সফল হবেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *