আর বিলম্ব নয়, ১ অক্টোবর থেকেই রিয়াং শরণার্থী প্রত্যাবর্তনের সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্টেম্বর৷৷ আর বিলম্ব নয়৷ ১ অক্টোবর থেকেই ত্রিপুরায় আশ্রিত রিয়াং শরণার্থীদের স্ব-ভূমে প্রত্যাবর্তন শুরু হতে চলেছে৷ মিজোরাম সরকারের গৃহ দফতরের অতিরিক্ত সচিবের কথায় এমনটাই মনে হয়েছে ৷ কেন্দ্রীয় সরকার রিয়াং শরণার্থী প্রত্যাবর্তনে প্রয়োজনীয় অর্থের অনেকটাই মঞ্জুর করে দিয়েছে ৷ শনিবার এ-কথা জানালেন মিজোরাম সরকারের গৃহ দফতরের অতিরিক্ত সচিব লালবিয়াকজামা ৷ তাঁর কথায়, ১ অক্টোবর থেকেই ত্রিপুরায় আশ্রিত রিয়াং শরণার্থীদের মিজোরামে প্রত্যাবর্তনের চেষ্টা চলছে৷ তাঁদের শনাক্তকরণ প্রক্রিয়াও সমাপ্ত৷

প্রসঙ্গত, দুই দশকেরও অধিক সময় ধরে মিজোরামের রিয়াং জনজাতি অংশের প্রচুর মানুষ ত্রিপুরায় বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রিত৷ উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর এবং কাঞ্চনপুরে ছয়টি শরণার্থী শিবিরে ২৬ সহস্রাধিক মানুষের বসবাস৷ ইতিপূর্বে একাধিকবার তাঁদের মিজোরামে প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু হয়েছে ৷ কিন্তু, প্রতিবারই সেই প্রক্রিয়া ভেস্তে গিয়েছে ৷ কিন্তু, এখন কেন্দ্রীয় সরকার এই ইস্যুতে কঠোর মনোভাব নিতেই তাঁদের মিজোরামে প্রত্যাবর্তন নিশ্চিত হয়েছে ৷ মূলত, বিনামূল্যে রেশন সামগ্রী বন্ধ করে দেওয়ার হুমকির জেরেই তাঁরা মিজোরামে ফিরে যেতে রাজি হয়েছেন ৷ অবশ্য, তাঁদের জন্য নির্দিষ্ট প্যাকেজও ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার ৷

বর্তমানে উত্তর ত্রিপুরায় ছয়টি শরণার্থী শিবিরে ৪,২৭৮ পরিবারের ২৬,১২৮ জন রিয়াং শরণার্থী মিজেরামের বাসিন্দা হিসেবে চিহিণত হয়েছেন ৷ গত ৩-২০ জুলাই ত্রিপুরায় তাঁদের শনাক্ত করেছেন মিজোরাম সরকারের আধিকারিকরা ৷ এ-ক্ষেত্রে কয়েকজন বাদ পড়েছিলেন ৷ তাঁদেরও সম্প্রতি শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মিজোরাম সরকারের গৃহ দফতরের অতিরিক্ত সচিব লালবিয়াকজামা৷

তিনি জানান, রিয়াং শরণার্থীদের মিজোরামে প্রত্যাবর্তন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় আংশিক অর্থ মঞ্জুর করেছে কেন্দ্রীয় সরকার ৷ তবে, পুরো অর্থ মিললে ওই প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করার ক্ষেত্রে সুবিধা হবে৷ তাঁর কথায়, কেন্দ্রীয় সরকার প্রায় ৩৫০ কোটি টাকা মঞ্জুর করেছে ৷ তাতে, রিয়াং শরণার্থীদের মিজোরামে প্রত্যাবর্তনে পরিবহণ খরচ এবং পুনর্বাসনে ব্যয় হবে৷ তাঁর মতে, পূর্বের ঘোষিত সূচি অনুযায়ী প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু হবে৷ সেই লক্ষ্যেই যাবতীয় প্রস্তুতি চলছে ৷ তিনি বলেন, সামান্য জটিলতা রয়েছে৷ তবে, তা কাটিয়ে ১ অক্টোবর থেকেই ত্রিপুরায় আশ্রিত রিয়াং শরণার্থীদের মিজোরামে প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু হবে ৷ তাঁর দাবি, অক্টোবরের মধ্যেই তাঁদের প্রত্যাবর্তন প্রক্রিয়া সমাপ্ত করার চেষ্টা হচ্ছে৷