জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান

রাজৌরি (জম্মু ও কাশ্মীর), ৮ সেপ্টেম্বর (হি.স.) : ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের। পাল্টা যোগ্য ভারতের। রবিবর সকালে জম্মু ও কাশ্মীরের রাজৌরির জেলার সুন্দরবনি এবং নৌশেরা সেক্টর ভারতীয় সেনা ছাউনিগুলি লক্ষ্য করে অবিরাম ধারায় গোলা বর্ষণ করতে থাকে পাকিস্তান। পাল্টা যোগ্য জবাব দেয় ভারতীয় সেনা।

প্রায় প্রতিদিনই জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান। এদিন পাকিস্তান সেনাবাহিনী রাজৌরি জেলার নিয়ন্ত্রণ রেখায় গুলি চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এই সময়, পাকিস্তানী সেনাবাহিনী রাজৌরি জেলার নৌশারা ও সুন্দরবনি সেক্টরকে লক্ষ্য করে ব্যাপক গুলি চালিয়েছে।

রবিবার সকাল থেকেই পাক সেনাবাহিনী রাজৌরি জেলার নৌশেরা ও সুন্দরবনি সেক্টরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনা ছাউনি এবং গ্রামীণ অঞ্চলগুলিকে লক্ষ্য করে মর্টার দিয়ে গোলা বর্ষণ করতে থাকে। পাক সেনাবাহিনীর এই ঘৃণ্য ক্রিয়ার প্রতি ভারতীয় সেনাবাহিনীও যথাযথ জবাব দিয়েছে। খবরটি লেখা পর্যন্ত সুন্দরবন ও নৌশেরা সেক্টরে উভয় পক্ষের মধ্যে ভারি গোলাবর্ষণ চলছে। বর্তমানে এই গুলিবর্ষণে প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি।