ইয়োকোহামা (জাপান), ৫ সেপ্টেম্বর (হি.স.): দ্রুত গতিতে ট্রাকের সঙ্গে ধাক্কা, জাপানের ইয়োকোহামায় মুহূর্তের মধ্যেই লাইনচ্যুত হয়ে গেল এক্সপ্রেস ট্রেন| দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজন ব্যক্তির এবং কমপক্ষে ৩০ জন কমবেশি আহত হয়েছেন| জাপানের সময় অনুযায়ী, বৃহস্পতিবার বেলা ১১.৪০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে কেইক্যু লাইনে কানাগাবা-শিম্মাচি এবং নাকাকিডো স্টেশনের মাঝে| জোরালো সংঘর্ষের জেরে ট্রাকটিতে আগুন ধরে যায় এবং এক্সপ্রেস ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে যায়|

জাপান পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ৬৭ বছর বয়সি ট্রাকের চালক গুরুতর জখম হন, এরপর ট্রেনের নীচে চাপা পড়ে তাঁর মৃত্যু হয়েছে| এছাড়াও ২০ বছর বয়সি একটি তরুণীও গুরুতর জখম হয়েছে| প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রেললাইনের ক্রসিংয়ে দাঁড়িয়েছিল ট্রাকটি| তখনই এক্সপ্রেস ট্রেনটি প্রচণ্ড গতিতে এসে ধাক্কা মারে| কী কারণে এই দুর্ঘটনা, তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে|

