কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায় পাকিস্তান

ইসলামাবাদ, ৩ আগস্ট (হি.স.) :  ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমেই কাশ্মীর নিয়ে সিদ্ধান্ত গ্রহণে নেবে পাকিস্তান। মঙ্গলবার সুর নরম করে এমনই জানিয়েছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি।

জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা অবলুপ্তির পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। বিষয়টি রাষ্ট্রসঙ্ঘে দারস্থ হয়েছে পাকিস্তান। এমনকি দক্ষিণ এশিয়ায় পারমাণবিক বোমার হুমকিও দিয়েছে পাক প্রশাসন। এবার কিছুটা সুর নরম করে কাশ্মীর নিয়ে শান্তিপূর্ণ আলোচনায় বসতে রাজি পাকিস্তান। এই প্রসঙ্গে সে দেশের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি জানিয়েছেন, অভ্যন্তরীণ ও বৈদেশিক পরিস্থিতির উপর ভিত্তি করেই পাকিস্তানের বিদেশনীতি ঠিক হয়। কার্যকর বিদেশনীতির ফলে গোটা বিশ্বে সমাদৃত হয়েছে পাকিস্তান। ৩৭০ ধারা অবলুপ্তি হওয়ার ক্ষেত্রে গোটা বিশ্বের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে পাকিস্তানের। 

অন্যদিকে সোমবারই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দাবি করেছিলেন সন্ত্রাসবাদকে মদত দেওয়া বন্ধ না করলে পাকিস্তানের সঙ্গে কোনও কথা নয়।