
নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২ সেপ্ঢেম্বর ৷৷ বাড়ির পাশের জঙ্গল থেকে উদ্ধার কালা মিঞা উরাং নামে ৬০ বছরের এক বৃদ্ধের রক্তাক্ত মৃতদেহ৷ কৈলাসহর মহকুমার ইরানি থানার অন্তর্গত হীরাছড়া উড়াং কলোনি ৪ নাম্বার ওয়ার্ড এলাকার ঘটনা৷ কালামিয়া উড়াং ও উনার ছেলে সীতারাম উড়াং একই বাড়িতে থাকে৷
ছেলে সীতারাম উড়াং ঘটনার দিন বাড়িতে ছিলেন না৷ তিনি এক আত্মীয়ের বাড়িতে ছিলেন৷ ধারণা করা হচ্ছে রাতের বেলায় কালামিয়া উড়াংকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথালি আক্রমণ চালানো হয়৷ পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ জেলা হাসপাতালের মর্গে পাঠিয়ে নিজেদের দায়িত্ব খালাস করে৷
বেলা সাড়ে বারোটা পর্যন্ত কোন পুলিশ কর্মীকে জেলা হাসপাতাল চত্বরে দেখা মিলেনি নির্দিষ্ট প্রক্রিয়ার কারণে আটকে গেছে মৃতদেহ ময়না তদন্ত এর কাজ৷ নিহতের পরিবারের মধ্যে তৈরি হয়েছে আশঙ্কা৷ এই ষাটোর্ধ কালামিয়া উড়াংকে কে বা কারা এভাবে রাতের আধারে নৃশংসভাবে হত্যা করলো তার সঠিক কোন ব্যাখ্যা দিতে পারছেন না অতত্রামীয়স্বজন থেকে স্থানীয়রা৷ ইরান থানার দায়সারা মনোভাবে ক্ষোভ বাড়ছে নিহতের আত্মীয় পরিচয় ও স্থানীয়দের মধ্যে৷

