দিল্লিতে বেপরোয়া ডাম্পার ট্রাকের দৌরাত্ম্য! ইন্ডিয়া গেট সংলগ্ন রাস্তায় মৃত্যু দু’জনের

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (হি.স.): রাজধানী দিল্লিতে বেপরোয়া ডাম্পার ট্রাকের দৌরাত্ম্য! রাতের অন্ধকারে একটি অটো-রিক্সাকে ধাক্কা মারার পর পথচারীদের পিষে দিল ঘাতক ওই ডাম্পার-ট্রাকটি। ডাম্পার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে দু’জনের। এছাড়াও আরও দু’জন গুরুতর আহত হয়েছেন। সোমবার রাতে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে ইন্ডিয়া গেটের কাছে মান সিং রোডে। নিহত দু’জনের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। 


পুলিশ সূত্রের খবর, সোমবার রাতে ইন্ডিয়া গেটের কাছে মান সিং রোডের উপর থেকে প্রচণ্ড গতিতে ছুটে যাচ্ছিল একটি ডাম্পার ট্রাক। সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিল একটি অটো-রিক্সা, হেঁটে যাচ্ছিলেন কয়েকজন পথচারী। কোনও কিছু বুঝে ওঠার আগেই অটো-রিক্সাকে ধাক্কা মারার পর পথচারীদের পিষে দেয় ঘাতক ওই ডাম্পার-ট্রাকটি।

ডাম্পার-ট্রাকের ধাক্কায় অটো-রিক্সাটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি দু’জন সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘাতক ডাম্পার ট্রাকটিকে আটক করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে চালককেও।