নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (হি.স.) : ফের সিবিআই হেফাজতে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম | আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় সোমবার চিদম্বরমকে আদালতে পেশ করা হলে বিচারপতি তাঁকে জামিন না দিয়ে আরও একদিনের জন্য সিবিআই হেফাজতে পাঠান | ফলে আপাতত তিহার জেলে যেতে হচ্ছে না প্রাক্তন অর্থমন্ত্রীকে । আগামীকাল মঙ্গলবার ফের তাঁকে বিশেষ আদালতে পেশ করা হবে | আগামীকাল তাঁর অন্তর্বর্তী জামিন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত।
আইএনএক্স মিডিয়ায় বিদেশি বিনিয়োগে অসঙ্গতির মামলায় গত ২১ অগস্ট রাতে গ্রেফতার হওয়ার পর থেকে সিবিআই-এর সদর কার্যালয়ের সুটে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দফায় দফায় তাঁর সিবিআই হেফাজতের মেয়াদ বাড়িয়েছে বিশেষ সিবিআই আদালত। শেষ দফার মেয়াদ ফুরানোর পর আজ সোমবার তাঁকে আদালতে পেশ করে সিবিআই। সেখানেই তাঁর জামিনের জন্য সওয়াল করেন কপিল সিবল। উল্টো দিকে সিবিআই তথা সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা তার বিরোধিতা করেন। সলিসিটর জেনারেল জামিনের শুনানির জন্য সময় চান। বিশেষ আদালতের বিচারক সেই আর্জি মঞ্জুর করে আরও এক দিন চিদম্বরমের জামিনের মেয়াদ বাড়িয়ে দিয়েছেন। আগামিকাল মঙ্গলবার শুনানি শেষে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জামিন নিয়ে চূডা়ন্ত সিদ্ধান্ত নেবে আদালত।