দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভিডিও বার্তা মনমোহন সিংয়ের

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স.) : দেশের অর্থনীতির পরিস্থিতিকে ‘ম্যান-মেড’ সঙ্কট বলে কটাক্ষ করলেন  প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। রবিবার সকালে একটি ভিডিও বার্তায় ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরামর্শ দিয়ে তিনি বলেন, এ হল ম্যান-মেড সঙ্কট। এই সঙ্কটের পরিস্থিতি কিছু ভুল সিদ্ধান্তের জন্য তৈরি হয়েছে। প্রথমত, নোটবন্দি। দ্বিতীয়ত, যেমন তেমন করে জিএসটি তথা পণ্য পরিষেবা কর ব্যবস্থার বাস্তবায়ণ করা।

ভারতের আরও দ্রুত আর্থিক বিকাশের সম্ভাবনা রয়েছে। কিন্তু চরম অর্থনৈতিক অব্যবস্থার জন্য সার্বিক ভাবে বৃদ্ধি ধাক্কা খেয়েছে। গত ত্রৈমাসিকে তা নেমে এসেছে মাত্র ৫ শতাংশে। আরও হতাশার বিষয় যে, দেশের শিল্পোৎপাদনে বৃদ্ধি মাত্র ০.৬ শতাংশে নেমে এসেছে।

মনমোহন জমানার শেষ দিকেও একটি ত্রৈমাসিকে (জানুয়ারি থেকে মার্চ, ২০১৩) বৃদ্ধির দর নেমে এসেছিল ৪.১৩ শতাংশে। সেই প্রসঙ্গ না তুললেও মনমোহন এ দিন বোঝাতে চান যে তখন ওই পরিস্থিতি তৈরি হওয়ার কারণ ছিল। ২০০৮ সালে থেকে বিশ্বজনীন মন্দা চলছিল। এক টানা নেতিবাচক পরিস্থিতির কারণে বেহাল হয়ে পড়েছিল অর্থনীতি। এখন সেই পরিস্থিতি নেই। বরং আরও ভাল করা যেত। কিন্তু সরকারের ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হচ্ছে সরকারকে।

সম্প্রতি রাজস্থান থেকে রাজ্যসভায় পুনর্নিবাচিত হয়েছেন মনমোহন সিংহ। এ জন্য তাঁকে রাজি করিয়েছেন সোনিয়া গান্ধীই। দশ নম্বর জনপথের ঘনিষ্ঠ কংগ্রেস নেতারা বলছেন, ভারতের অর্থনৈতিক উদারিকরণ থেকে শুরু করে দেশকে বিকাশের পথে নিয়ে যেতে মনমোহনের ভূমিকা কত বড় ছিল তা এখন দেশের অনেকেই বুঝতে পারছেন। ২০০৮ সালে তীব্র মন্দার বাজারেও দেশের অর্থনীতিকে ভেঙে পড়তে দেননি। বহু মানুষ মালুমই করতে পারেননি যে মন্দা চলছে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ভিডিও বার্তায় মনমোহন এ দিন আরও বলেন, প্রতিহিংসার রাজনীতি ছেড়ে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কথা শুনুন। আর তা শুনে এই অর্থনৈতিক সঙ্কট থেকে দেশকে উদ্ধার করুন।

পর্যবেক্ষকদের অনেকের মতে, গোটা দেশে গণপিটুনি, বিক্ষিপ্ত ভাবে সাম্প্রদায়িক দাঙ্গা ইত্যাদির যে সব ঘটনা ঘটছে তা-ও আর্থিক বৃদ্ধির পথে অন্তরায়। এতে বিনিয়োগ ধাক্কা খাচ্ছে। প্রতিহিংসার রাজনীতিও নেতিবাচক বাতাবরণ তৈরি করছে। দেশকে বৃদ্ধির পথে নিয়ে যেতে গেলে উদার ভাবমূর্তি নিয়ে চলতে হবে। নইলে সঙ্কট আরও তীব্র হতে পারে।