বিধানসভায় আলাদা পরিচিতি আইপিএফটির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট৷৷ বিধানসভায় আলাদা পরিচিতি পেল আইপিএফটি৷ শাসক জোট শরিক হয়েও আজ তাঁদের দাবি মেনেই বিধানসভায় পৃথক বসার আসন বরাদ্দ করেছেন অধ্যক্ষ রেবতিমোহন দাস৷ আইপিএফটি-র দুই মন্ত্রী অবশ্য নির্দিষ্ট আসনেই বসেছেন৷ তবে, তাঁদের দলের বাকি ছয় বিধায়ক আজ আলাদা আসনে বসেছেন৷


জোট শরিক হিসেবে বিধানসভার প্রথমদিন থেকেই একত্রে বসতেন শাসক জোটের সদস্যরা৷ কিন্তু, সম্প্রতি আইপিএফটি ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষের কাছে পৃথক আসনের দাবি জানায়৷ সংবিধানে তাতে আপত্তি করার সুযোগ নেই, তাই অধ্যক্ষও আইপিএফটি বিধায়কদের জন্য পৃথক আসন বরাদ্দ করেছেন৷
আজ আইপিএফটি-র বিধায়ক বৃষকেতু দেববর্মা, ধীরেন্দ্র দেববর্মা, প্রশান্ত দেববর্মা, ধনঞ্জয় ত্রিপুরা, সিন্ধুচন্দ্র জমাতিয়া এবং প্রেমকুমার রিয়াং ট্রেজারি বেঞ্চের সদস্য হয়েও পৃথক আসনে একত্রে বসেছেন৷ বিজেপি সদস্যরা আলাদা বসেছেন৷


এ-বিষয়ে আইপিএফটি সভাপতি তথা রাজস্বমন্ত্রী নরেন্দ্রচন্দ্র দেববর্মা বলেন, প্রত্যেক দলের নিজস্ব পরিচিতি থাকা অস্বাভাবিক কিছু নয়৷ সেক্ষেত্রে জোট শরিক হলেও পৃথক আসনে বসা সংবিধান বিরোধী নয়৷ বিধানসভায় নিজের আলাদা পরিচিতির জন্যই আইপিএফটি বিধায়কদের আলাদা আসন বরাদ্দের দাবি অধ্যক্ষের কাছে জানানো হয়েছিল৷ অধ্যক্ষ আমাদের দাবি মেনে আলাদা আসন বরাদ্দ করেছেন, বলেন তিনি৷ সাথে যোগ করেন, তাতে নতুন রাজনৈতিক সমীকরণ ভাবার কোনও কারণ নেই৷
তবে, ত্রিপুরায় শাসক জোটের সম্পর্কে চাপানউতোর প্রতিনিয়ত চলছে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না৷ তাই, বিধানসভায় আলাদাভাবে আসনে বসার জন্য জোট শরিকের মধ্যে সম্পর্ক নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *