
নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৯ আগস্ট৷৷ সুকলের সমস্যা নিয়ে ছাএ-ছাত্রীদের রাস্তা অবরোধ৷ ঘটনা গন্ডাছড়া মহকুমার জগবন্ধু পাড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে৷ জানাগেছে এই বিদ্যালয়ের ছাএ-ছাত্রীরা নয় দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতি বার সকাল ছয়টা থেকে গন্ডাছড়া – আমবাসা রোডের উল্টাছড়াতে রাস্তা অবরোধে বসে৷
দাবি গুলোর মধ্যে উল্লেখযোগ্য দাবি হল – শিক্ষক সংকট দুরিকরন, পানীয় জল, শৌচালয়, কম্পিউটার শিক্ষক , সুকল বাউন্ডারি,বিদ্যুৎ, সুকল যাওয়া রাস্তা, সুকল মাঠ , সিআরসি হল ঘর৷এই দিকে রাস্তা অবরোধের খবর পেয়ে গন্ডাছড়া মহকুমা শাসক অফিসের ডিসিএম সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা অবরোধ স্থলে ছুটে যায়৷কিন্ত অবরোধকারী ছাএ-ছাত্রীরা ডিসিএম -কে লক্ষ্য করে বলে স্লোগান দিতে থাকে৷
ছাএ-ছাত্রীদের বক্তব্য অবরোধ স্থলে গন্ডাছড়া মহকুমা শাসক সহ এলাকার জন প্রতিনিধিরা আসতে হবে৷অবশেষে সকাল সাড়ে এগারোটানাগাদ মহকুমা শাসক অবরোধ স্থলে ছুটে যায় এবং ছাএ-ছাত্রীদের কাছে অনুরোধ করে বলে রাস্তা অবরোধ তুলে নেওয়ার জন্য৷মহকুমা শাসক তাদের সমস্যা গুলো নিয়ে সুকলের মধ্যে আলোচনায় বসার কথা বললে শেষে টানা ছয় ঘন্টার পর দুপুর বারোটায় রাস্তা অবরোধ তুলে নেয়৷পরে মহকুমা শাসক বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে সুকলের ছাএ-ছাত্রীদের সাথে দুই ঘন্টা বৈঠক করেন এবং সমস্যা সমাধানের উদ্যোগ নেন৷ এই দিকে রাস্তা অবরোধের ফলে রাস্তার দুই দিকে অসংখ্য যানবাহন আটকিয়ে পড়ে যাত্রী দুভর্োগ চরম আকার ধারণ করে৷

