![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/08/DSC_2004-1024x683.jpg)
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট৷৷ সাত দফা দাবিকে সামনে রেখে আজ বুধবার আগরতলায় একটি আক্রোশ মিছিল ও ডেপুটেশনের আয়োজন করে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস৷ এদিন দুপুরে বিক্ষোভ মিছিলটি রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে পশ্চিম জেলার জেলাশাসকের অফিসের সামনে এসে শেষ হয়৷
সেখান থেকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি পূজন বিশ্বাসের নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলাশাসকের অফিসে যায়৷ কিন্তু জেলাশাসক সন্দীপ মহাত্মে এদিন অফিসে উপস্থিত না থাকায় তাঁর ব্যক্তিগত সচিবের হা তাঁদের দাবি সনদ তুলে দেন৷
পূজন বিশ্বাস সংবাদ মাধ্যমকে জানান, সাধারণ মানুষের স্বার্থে তাঁরা লাগাতার আন্দোলন করবেন৷ তাঁদের দাবিগুলো হল, ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি যে সব প্রতিশ্রুতি দিয়েছিল, সে অনুযায়ী বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, রাজ্যে প্রতিদিন নারী নির্যাতনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নারীদের নিরাপত্তার ব্যবস্থা করা, রাজ্যের বেহাল আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করা, বিদ্যুৎ পরিষেবার উন্নতি ঘটানো, রাজ্যের দ্রব্য মূল্য বৃদ্ধি রোধ করা, রাজ্যের পাহাড় অঞ্চলে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা, স্বাস্থ্য পরিষেবা, রাস্তাঘাট এবং গ্রামীণ রোজগার প্রকল্পে বছরে অধিক সংখ্যক কর্মদিবস সৃষ্টি করা, মাদক কারবারি এবং মাদক কারবারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ ইত্যাদি৷