নয়াদিল্লি, ২৮ আগস্ট (হি. স.) : বৃহস্পতিবারই জম্মু ও কাশ্মীরে যাচ্ছেন সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বুধবারই তাঁকে জম্মু ও কাশ্মীরে যাওয়ার ছাড়পত্র দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু সেখানে গিয়ে কোনও ভাবে রাজনৈতিক কার্যকলাপে জড়াতে পারবেন না তিনি বলে জানিয়েছে দেশের শীর্ষ আদালত।
![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/08/sitaram-yechuri.jpg)
জম্মু ও কাশ্মীরে দলের প্রাক্তন বিধায়ক ইউসুফ তারিগামী সঙ্গে দেখা করার জন্য সুপ্রিম কোর্টে আগেই পিটিশন দিয়েছিলেন সীতারাম ইয়েচুরি। এদিন সেই পিটিশনের শুনানিতে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এক নির্দেশিকায় বলেন, দলের সাধারণ সম্পাদক হিসেবে জম্মু ও কাশ্মীরে যেতে পারেন সীতারাম ইয়েচুরি। সেখানে গিয়ে তাঁর বন্ধু ইউসুফ তারিগামীর সঙ্গে দেখাও করতে পারবেন তিনি। আদালত সীতারাম ইয়েচুরিকে সতর্ক করে দিয়ে বলে দেখা করা বাদে অন্য কোনও বিশেষ রাজনৈতিক কার্যকলাপে যোগ দিতে পারবেন না তিনি।