নয়াদিল্লি, ২৮ আগস্ট (হি. স.) : টাকার পতন অব্যাহত। ডলারের নিরিখে ফের কিছুটা কমল টাকার দাম। গত ৬ বছরে রেকর্ড পর্যায়ে পৌঁছেছে এক মাসে টাকার পতন। বুধবার ০.৪৬ শতাংশ বেড়ে ডলার প্রতি টাকার দাম দাঁড়িয়েছে ৭১.৮১।
![](https://jagarantripura.com/wp-content/uploads/2018/08/DollarVSRupee.jpg)
উল্লেখ্য, অর্থনীতিকে চাঙ্গা করতে একাধিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্র, তার মধ্যে অন্যতম রিজার্ভ ব্যাঙ্ক থেকে ১.৭৬ লক্ষ কোটি টাকা নিয়ে বাজারে ঢালা। প্রাথমিকভাবে মন্দা কাটিয়েও ওঠার কোনও লক্ষণ মেলেনি । বরং শেয়ার বাজার মুখ থুবড়ে পড়েছে। ডলার নিরিখে টাকার দর আরও দুর্বল হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। জিডিপির বৃদ্ধির হার কমেছে। বিভিন্ন সেক্টরে নতুন করে কর্মসংস্থান নেই বললেই চলে , উপরন্তু চাকরি হারাতে বসেছেন কয়েক লক্ষ মানুষ।