অব্যাহত টাকার পতন

নয়াদিল্লি, ২৮ আগস্ট (হি. স.) : টাকার পতন অব্যাহত। ডলারের নিরিখে ফের কিছুটা কমল টাকার দাম। গত ৬ বছরে রেকর্ড পর্যায়ে পৌঁছেছে এক মাসে টাকার পতন। বুধবার ০.৪৬ শতাংশ বেড়ে ডলার প্রতি টাকার দাম দাঁড়িয়েছে ৭১.৮১। 

উল্লেখ্য, অর্থনীতিকে চাঙ্গা করতে একাধিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্র, তার মধ্যে অন্যতম রিজার্ভ ব্যাঙ্ক থেকে ১.৭৬ লক্ষ কোটি টাকা নিয়ে বাজারে ঢালা। প্রাথমিকভাবে মন্দা কাটিয়েও ওঠার কোনও লক্ষণ মেলেনি । বরং শেয়ার বাজার মুখ থুবড়ে পড়েছে। ডলার নিরিখে টাকার দর আরও দুর্বল হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। জিডিপির বৃদ্ধির হার কমেছে। বিভিন্ন সেক্টরে নতুন করে কর্মসংস্থান নেই বললেই চলে , উপরন্তু চাকরি হারাতে বসেছেন কয়েক লক্ষ মানুষ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *