কোহলি ও রাহানের ব্যাটে ভর করে প্রথম টেস্টে চালকের আসনে ভারত

অ্যান্টিগা, ২৫ আগস্ট (হি.স.) : বিরাট কোহলি এবং আজিঙ্কা রাহানের অর্ধশত রানে ভর করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের তৃতীয় দিনে চালকের আসনে ভারত। দিনের শেষে ২৬০ রানের লিড নিয়ে নিয়েছে ভারত। 


অধিনায়ক জেসন হোল্ডার নবম উইকেটে কামিন্সকে সঙ্গে নিয়ে  মূল্যবান ৪১ রান যোগ করেন অধিনায়ক জেসন হোল্ডার। এরপর ব্যক্তিগর ৩৯ রানে মহম্মদ শামির শিকার হন হোল্ডার। এরপর শুন্য রানে মিগুয়েল ফিরতে ২২২ রানে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। ৭৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারতীয় দল। দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে খুব একটা সফল হতে পারেননি ময়াঙ্ক আগরওয়াল। মধ্যাহ্নভোজের বিরতির পর ১৬ রানে রস্টন চেসের বলে লেগ বিফোর হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। দ্বিতীয় উইকেটে পূজারার সঙ্গে ৪৩ রান যোগ করে ব্যক্তিগত ৩৮ রানে ফেরেন কেএল রাহুল। রাহুলও চেসের শিকার হন। চা-বিরতির আগেই তৃতীয় উইকেট উইকেট হারায় টিম ইন্ডিয়া। ব্যর্থ পূজারা ফেরেন ২৫ রানে।

তিন উইকেটে ৮১ রান হাতে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক কোহলি ও তাঁর ডেপুটি রাহানে। দিনের বাকি সময়টা স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে কোহলি-রাহানে শো। ধৈর্য্যশীল ব্যাটিংয়ে ক্যারিবিয়ান বোলারদের সেভাবে ভয়ঙ্কর হয়ে ওঠার সুযোগ দেননি অভিজ্ঞ দুই ব্যাটসম্যান। যদিও ১৪ রানে রাহানের ক্যাচ ফেলে দেয় জন কম্পেবেল। পরে জোরালো এলবিডব্লিউর আবেদন থেকেও রক্ষা পান রাহানে। দিনের শেষে তিন উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১৮৫। ফলে ভারত লিড পেয়ে যায় ২৬০। ১০৪ রানের পার্টারশিপ গড়ে উঠেছে কোহলি এবং রাহানের মধ্যে। উল্লেখ করা যেতে পারে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২৯৭ রান তোলে ভারত। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *