শিমলা, ২৩ আগস্ট (হি.স.): হিমাচল প্রদেশের রাজধানী শিমলার থেওগ তালুকে পাহাড়ি রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল সেনাবাহিনীর একটি গাড়ি| গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সেনাবাহিনীর একজন জওয়ান| এছাড়াও আরও তিনজন জওয়ান কমবেশি আহত হয়েছেন| শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে থেওগ তালুকের গালু এবং লাম্ভিদার-এর মাঝে| দুর্ঘটনায় আহত সেনা জওয়ানদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে|
![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/11/ACCIDENT.jpg)
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, শুক্রবার থেওগ তালুকের গালু এবং লাম্ভিদার-এর মাঝে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে খানিকটা দূরে নীচে পড়ে যায় সেনাবাহিনীর একটি গাড়ি| এরপর গাড়িটি উল্টে যায়, তবে পাহাড়ের কোলে গাছে আটকে যায় গাড়িটি| দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় একজন সেনা জওয়ানের| এছাড়াও তিনজন জওয়ানকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে| কী কারণে দুর্ঘটনার কবলে পড়ল সেনাবাহিনীর গাড়িটি, তা খতিয়ে দেখা হচ্ছে|