![](https://jagarantripura.com/wp-content/uploads/2018/11/15001500-5b429a6785f04b90b0ab3322dd799463-handcuffs-920c.jpg)
রামেশ্বরম (তামিলনাডু), ২১ আগস্ট (হি.স.) : ভুল করে জলসীমা লঙ্ঘন করার অপরাধে তামিলনাডুর চার মৎস্যজীবীকে আটক করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী।
প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে নেদানথিভা কাছে নিজেদের দেশী নৌকা নিয়ে মাছ ধরছিল চার তামিলনাডুর মৎস্যজীবী। এলাকাটি শ্রীলঙ্কার মধ্যে পড়ায় ওই মৎস্যজীবীদের আটক করে নৌবাহিনী। ধৃতদের কাছে কোনও রকমের বৈধ কাগজ না থাকায় তাদের আটক করা হয়। গত দুইদিনে এই দ্বিতীয়বার এমন ঘটনা ঘটল। মৎস্য বিভাগের অ্যাসিস্ট্যাট ডিরেক্টর কুমারসেনা জানিয়েছেন, ধৃত মৎস্যজীবীরা প্রত্যেকেই তামিলনাডুর পুদুকোট্টাই জেলার জগপাট্টিনামের বাসিন্দা। ধৃতদের কাঙগেসাংতুরাইয়ে নৌবাহিনীর শিবিরে নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ করা যেতে পারে গত মঙ্গলবার শ্রীলঙ্কার নৌবাহিনী জলসীমা লঙ্ঘন করার জন্য চার মৎস্যজীবীকে আটক করেছিল।