বারমের (রাজস্থান), ২১ আগস্ট (হি.স.): রাজস্থানের বারমের জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল প্রতিরক্ষা দফতরের একটি ট্রাক| ট্রাক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভারতীয় বায়ুসেনার ৩ জন জওয়ান| এছাড়াও আরও ৩ জন জওয়ান গুরুতর আহত হয়েছেন| আহত ৩ জনের মধ্যে দু’জনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক| বারমের-এর জেলা পুলিশ সুপার (ডিএসপি) শিবরাজ মীনা জানিয়েছেন, চৌহাতানের বায়ুসেনা স্টেশন থেকে আসছিল ট্রাকটি| দুর্ঘটনাগ্রস্ত ওই ট্রাকটিতে মোট ৮ জন জওয়ান ছিলেন|
![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/11/ACCIDENT.jpg)
পাহাড়ি রাস্তা থেকে যাওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ট্রাকটি| ট্রাক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভারতীয় বায়ুসেনার ৩ জন জওয়ান| এছাড়াও আরও ৩ জন জওয়ান গুরুতর আহত হয়েছেন| তাঁদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক| গুরুতর আহত অবস্থায় দু’জন জওয়ানকে বারমের-এর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে|