নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট৷৷ জাল ভারতীয় নোট-সহ গ্রেফতার হয়েছে এক যুবক৷ ধৃত যুবকের নাম সুবীর দাস (২৩)৷ এ ঘটনা ধলাই জেলার আমবাসা মহাকুমার অন্তর্গত আমবাসা বাজারের৷
আমবাসা থানার ওসি দীনেশ দেববর্মা জানান, সুবীর দাস আমবাসা বাজারে একটি কাপড়ের দোকান থেকে কিছু কাপড় কিনে যে টাকা দেয় সেগুলিকে দোকানের মালিকের জাল বলে মনে হয়৷ তখন তিনি তাকে অন্য টাকা দিতে বলেন৷ এর পরে সে যে টাকা দেয় সেগুলিও জাল বের হয়৷
তখন দোকানদার আশেপাশে অন্য দোকানদারদের খবর দেন তিনি৷ সবাই মিলে সুবীর দাসের শরীরে তল্লাশি চালিয়ে মোট ৮,৩০০ টাকার জাল নোট উদ্ধার করেন৷ এর মধ্যে ১৬টি ৫০০ টাকার নোট এবং তিনটি ১০০ টাকার নোট ছিল৷ তখন তারা সুবীর দাসকে পুলিশের হাতে তুলে দেন বলে ওসি জানান৷ তার বাড়ি ধলাই জেলার আমবাসা মহকুমার কচুছড়া এলাকায় বলে জানিয়েছেন তিনি৷
রবিবার তাকে আদালতে পেশ করে রিমান্ডের আবেদন জানানো হবে বলেও জানান ওসি৷ কোথা থেকে এই টাকাগুলি সে পেয়েছে, এই চক্রের সঙ্গে আর কে কে জড়িত আছে ইত্যাদি নানা প্রশ্ণের উত্তর পাওয়ার চেষ্টা করা হবে বলেও জানান তিনি৷