১০ হাজার ইয়াবা টেবলেট সহ প্রচুর মাদক উদ্ধার, ধৃত ১

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট৷৷ মাদক বিরোধী অভিযানে ত্রিপুরায় ফের প্রচুর নেশা সামগ্রী উদ্ধার করেছে পুলিশ৷ উত্তর ত্রিপুরার পুলিশ সুপারের নেতৃত্বে পরিচালিত অভিযানে শনিবার দুপুর বারোটা নাগাদ ধর্মনগরের রাজবাড়ি এলাকায় একটি দোকানে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট, ১০টি ব্রাউন সুগারের কৌটা, বিলেতি মদ এবং প্রচুর পরিমাণে কফ সিরাপ উদ্ধার হয়েছে৷ ওই অভিযানে এক নেশাকারবারিকেও আটক করেছে পুলিশ৷

উত্তর ত্রিপুরার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, ধর্মনগরের আনাচে-কানাচে নেশা বিরোধী অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এরই অঙ্গ হিসেবে আজ দুপুরে ধর্মনগর থানার ওসি মিলনকান্তি দত্তকে নিয়ে রাজবাড়ি এলাকায় অভিযান চালানো হয়েছিল৷ তিনি জানান, জনৈক সঞ্জীব কালোয়ারের দোকানে হানা দিয়ে প্রচুর নেশা সামগ্রী উদ্ধার হয়েছে৷ এসপি চক্রবর্তী জানান, গোপন সূত্রে খবর পাওয়া গিয়েছিল, আজ দুপুর বারোটা নাগাদ ওই দোকানে প্রচুর নেশা সামগ্রী বিক্রি করা হবে৷ ওই খবরের ভিত্তিতে পুলিশ সময়মতো দোকানে হানা দেয়৷

তিনি জানান, সঞ্জীব কালোয়ারের দোকানের পেছনেই তার বসতবাড়ি রয়েছে৷ দোকান এবং বসতবাড়িতে মাদকদ্রব্য লুকিয়ে রাখা হয়েছিল৷ ভানুপদ চক্রবর্তীর দাবি, এই অভিযানে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট, ১০টি ব্রাউন সুগার ভর্তি কৌটা, বিলেতি মদ ও প্রচুর পরিমাণে কফ সিরাপ উদ্ধার হয়েছে৷ তিনি জানান, অভিযান চলাকালীন সঞ্জীব কালোয়ার বাড়িতেই ছিল৷ পুলিশ তাকে গ্রেফতার করেছে৷ তবে, আরও কয়েকজন নেশাকারবারি পালিয়ে যেতে সক্ষম হয়েছে৷ এসপি চক্রবর্তী বলেন, উত্তর জেলাজুড়ে এ-ধরনের অভিযান আগামীদিনেও জারি থাকবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *