নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট৷৷ প্রতিষ্ঠানের চিন্তাধারা ও দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ ঘটায় লোগো৷ আজ ত্রিপুরার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর অফিস কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষা দফতরের লোগো প্রকাশ করে এ-কথা বলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ তাঁর কথায়, দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান এবং ত্রিপুরার বিভিন্ন দফতরের লোগো রয়েছে৷ লোগোতে দফতরের মূল উদ্দেশ্য প্রতিফলিত হয়৷
![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/08/Logo-Edu-Deptt.jpg)
তিনি বলেন, শিক্ষা দফতর রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে৷ এই কর্মসূচি রূপায়ণে অন্যতম ভূমিকা নিচ্ছেন রাজ্যের শিক্ষক-শিক্ষিকাগণ৷ আসন্ন শিক্ষক দিবসে শিক্ষক-শিক্ষিকাগণকে লোগো সংবলিত মোমেন্টো দিয়ে সম্মান জানানো হবে, জানান তিনি৷ এদিন শিক্ষামন্ত্রী বক্তব্য পেশ করতে গিয়ে শিক্ষা দফতরের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন৷
তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে ত্রিপুরা সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে৷ সরকার ত্রিপুরার শিক্ষার মানোন্নয়ন করে রাজ্যকে দেশের অন্যতম স্থানে নিয়ে যেতে চাইছে৷ সেই লক্ষ্য পূরণে সরকার নতুন দিশা, এনসিইআরটি-র সিলেবাস চালু করা, সিঙ্গল শিফট সুকলের সময়সূচি পরিবর্তন, প্রাক-প্রাথমিক স্তরে ৬৭টি সুকলে লেখাপড়া চালু, প্রায় ৩১ হাজার শিক্ষককে শিক্ষণ পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ-সহ একাধিক কর্মসূচি বাস্তবায়ন করছে৷
এদিনের অনুষ্ঠানে ত্রিপুরা চা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সন্তোষ সাহা, উচ্চশিক্ষা অধিকর্তা সাজ ওয়াহিদ এ, বিদ্যালয় শিক্ষা অধিকর্তা ইউ কে চাকমা, ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা উন্নয়ন দফতরের অধিকর্তা সুনীল দেববর্মা ও অন্যান্য আধিকারিক, শিক্ষাবিদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষগণ উপস্থিত ছিলেন৷ লোগোটির ডিজাইনার আর্ট কলেজের শিক্ষক অরূপ সিনহাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ শিক্ষামন্ত্রী লোগোটি ডিজাইন করার জন্য শিক্ষক সিনহাকে ধন্যবাদ জানান৷