ধর্মনগরে কালিবাড়িতে দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট৷৷ ধর্মনগর শহরের প্রাণকেন্দ্র অফিসটিলায় অবস্থিত কালিবাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ কালী প্রতিমার প্রায় ১২ ভরি সোনার গয়না চুরি হয়েছে৷ এই ঘটনায় ধর্মনগরে আতঙ্ক দেখা দিয়েছে৷ কারণ, ওই এলাকাটি ২৪ ঘণ্টা নিরাপত্তার চাদরে মোড়া থাকে৷ তা সত্ত্বেও চোরের হানা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ণ তুলেছে৷

কালীবাড়ির পুরোহিত জানিয়েছেন, রাতে মন্দিরের কাজ সমাপ্ত হওয়ার পর সমস্ত দরজা লাগানো হয়েছিল৷ শুধু তা-ই নয়, মন্দিরে পুলিশের নিরাপত্তারক্ষীও রয়েছেন৷ তা সত্ত্বেও চুরির ঘটনা নিয়ে তিনি ভীষন অবাক হয়েছেন৷ তিনি বলেন, মন্দিরের কাজ শেষ করে বাড়ি ফিরে গিয়েছিলাম৷ কিন্তু ভোর পাঁচটা নাগাদ খবর পান মন্দিরের দরজা ভাঙা রয়েছে৷ সঙ্গে সঙ্গে ছুটে এসে দেখেন মন্দিরের সদর দরজার কোনও ক্ষতি হয়নি৷ কিন্তু পাশের দরজা ভেঙে চোর গয়না চুরি করে পালিয়েছে৷

মন্দিরের পুরোহিত জানান, কালী মায়ের সমস্ত গয়না চোরেরা চুরি করে নিয়ে গেছে৷ প্রায় ১২ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে বলে তিনি দাবি করেন৷ তবে কালী প্রতিমার রূপার গয়নাগুলি চোরেরা নিয়ে যায়নি৷ মন্দিরে কর্তব্যরত নৈশ্যপ্রহরী জানিয়েছেন, রাত সাড়ে তিনটা নাগাদ চারজনকে পালাতে দেখেছেন তিনি৷ এদিকে, মন্দিরের পাশেই একটি বেসরকারি ব্যাঙ্কের সিসি টিভি ফুটেজে রাত সাড়ে তিনটা নাগাদ এক ব্যক্তিকে পালাতে দেখা গেছে৷ চুরির খবর পেয়ে ছুটে এসেছে পুলিশ৷ মন্দিরের পুরোহিতের কাছ থেকে সমস্ত তথ্য সংগ্রহ করে ওই ব্যাঙ্কের সিসি টিভি ফুটেজও পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে পুলিশ৷ তবে, এক্ষেত্রেও চোরদের গ্রেফতার করা এবং কালী প্রতিমার চুরি যাওয়া গয়না ফিরিয়ে আনা আদৌ পুলিশের পক্ষে সম্ভব হবে কিনা ধর্মনগরবাসী সেই সন্দেহ প্রকাশ করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *