অজাতশত্রু ছিলেন অটলবিহারী স্মরণসভায় মুখ্যমন্ত্রী বিপ্লব

Indian Prime Minister Atal Behari Vajpayee gestures as he talks to news photographers at his residence in New Delhi March 25, 2004. Vajpayee on Thursday hosted a tea party for the news photographers working for local, national and international newspapers and news agencies. REUTERS/Desmond Boylan AH/ – RP4DRIAXIBAA

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট৷৷ জনসংযোগে আত্মিক যোগ, এমনই দৃষ্টান্ত রেখে গেছেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী৷ আজ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় এভাবেই তাঁর স্মৃতিচারণ করেছেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর কথায়, অজাতশত্রু ছিলেন অটলবিহারী বাজপেয়ী৷ ভারতীয় রাজনীতিতে বিরল ব্যক্তিত্ব৷ কারণ, তিনি রাজনেতার ভূমিকা পালনের পাশাপাশি মন্ত্রিসভা এবং সংগঠনের সকলের ব্যক্তিগত জীবনের সমস্যা সম্পর্কে খোঁজখবর রাখতেন৷ একজন বিজেপি কর্মী হিসেবে তা খুবই প্রয়োজন, বলেন বিপ্লব দেব৷

বিপ্লব দেব বলেন, মানুষ এখন ক্রমশ যান্ত্রিক হয়ে যাচ্ছে৷ কাজ ছাড়া কোনও কিছুরই সময় নেই কারোর কাছে৷ তাঁর কথায়, প্রয়োজন হলে তবেই মানুষ এখন অন্যের খোঁজখবর নেন৷ অথচ, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী সারা জীবন মানুষের সাথে যোগাযোগ রেখেছেন৷ একাত্ম হওয়ার চেষ্টা করেছেন৷ বিপ্লব বলেন, অটলবিহারী বাজপেয়ী তাঁর জীবদ্দশায় যে মানবিক দৃষ্টান্ত রেখে গেছেন তা সারা দেশের মধ্যে বিরল৷ তাঁর মতো সংবেদনশীল ব্যক্তি এ দেশে খুঁজে পাওয়া মুশকিল৷ অটলবিহারী বাজপেয়ীর দৃষ্টান্ত তুলে ধরে বিপ্লব সাফ বুঝিয়ে দেন, ত্রিপুরায়ও সংগঠন মজবুত করতে জনসংযোগের সঙ্গে আত্মিক যোগের জন্যও ভাবতে হবে৷ হৃদয় থেকে কর্মী-সমর্থকদের খোঁজখবর নিতে হবে৷ তবেই মানুষের উপলব্ধি হবে, সংগঠনের সাথে একাত্ম সম্পর্ক গড়ে উঠেছে৷ নয়তো ক্রমেই মানুষের সাথে দূরত্ব বাড়বে৷

মুখ্যমন্ত্রী বলেন, নেতা-মন্ত্রী প্রত্যেকের দায়িত্ব হচ্ছে মানুষের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলা৷ তার বদলে মানুষের নিজেকে মেলে না ধরলে ক্রমশ জনপ্রিয়তায় ভাটা পড়বে৷ তাঁর পরামর্শ, ত্রিপুরায় সদস্যপদ সংগ্রহ অভিযান চলছে৷ এই অভিযানে মানুষের সাথে সংগঠনের আত্মিক যোগ স্থাপন করতে হবে৷ তবেই বিজেপি কর্মী বলে নিজেকে প্রমাণ করা যাবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *