![](https://jagarantripura.com/wp-content/uploads/2018/08/Atal-Bihari-Vajpayee.jpg)
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট৷৷ জনসংযোগে আত্মিক যোগ, এমনই দৃষ্টান্ত রেখে গেছেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী৷ আজ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় এভাবেই তাঁর স্মৃতিচারণ করেছেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর কথায়, অজাতশত্রু ছিলেন অটলবিহারী বাজপেয়ী৷ ভারতীয় রাজনীতিতে বিরল ব্যক্তিত্ব৷ কারণ, তিনি রাজনেতার ভূমিকা পালনের পাশাপাশি মন্ত্রিসভা এবং সংগঠনের সকলের ব্যক্তিগত জীবনের সমস্যা সম্পর্কে খোঁজখবর রাখতেন৷ একজন বিজেপি কর্মী হিসেবে তা খুবই প্রয়োজন, বলেন বিপ্লব দেব৷
বিপ্লব দেব বলেন, মানুষ এখন ক্রমশ যান্ত্রিক হয়ে যাচ্ছে৷ কাজ ছাড়া কোনও কিছুরই সময় নেই কারোর কাছে৷ তাঁর কথায়, প্রয়োজন হলে তবেই মানুষ এখন অন্যের খোঁজখবর নেন৷ অথচ, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী সারা জীবন মানুষের সাথে যোগাযোগ রেখেছেন৷ একাত্ম হওয়ার চেষ্টা করেছেন৷ বিপ্লব বলেন, অটলবিহারী বাজপেয়ী তাঁর জীবদ্দশায় যে মানবিক দৃষ্টান্ত রেখে গেছেন তা সারা দেশের মধ্যে বিরল৷ তাঁর মতো সংবেদনশীল ব্যক্তি এ দেশে খুঁজে পাওয়া মুশকিল৷ অটলবিহারী বাজপেয়ীর দৃষ্টান্ত তুলে ধরে বিপ্লব সাফ বুঝিয়ে দেন, ত্রিপুরায়ও সংগঠন মজবুত করতে জনসংযোগের সঙ্গে আত্মিক যোগের জন্যও ভাবতে হবে৷ হৃদয় থেকে কর্মী-সমর্থকদের খোঁজখবর নিতে হবে৷ তবেই মানুষের উপলব্ধি হবে, সংগঠনের সাথে একাত্ম সম্পর্ক গড়ে উঠেছে৷ নয়তো ক্রমেই মানুষের সাথে দূরত্ব বাড়বে৷
মুখ্যমন্ত্রী বলেন, নেতা-মন্ত্রী প্রত্যেকের দায়িত্ব হচ্ছে মানুষের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলা৷ তার বদলে মানুষের নিজেকে মেলে না ধরলে ক্রমশ জনপ্রিয়তায় ভাটা পড়বে৷ তাঁর পরামর্শ, ত্রিপুরায় সদস্যপদ সংগ্রহ অভিযান চলছে৷ এই অভিযানে মানুষের সাথে সংগঠনের আত্মিক যোগ স্থাপন করতে হবে৷ তবেই বিজেপি কর্মী বলে নিজেকে প্রমাণ করা যাবে৷