BRAKING NEWS

অরুণ জেটলির শারীরিক অবস্থার উন্নতি হয়নি, রাতেই এইমসে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

নয়াদিল্লি, ১৭ আগস্ট (হি.স.) : অবস্থা সংকটজনক হওয়ায় শুক্রবার রাতে অরুণ জেটলিকে দেখতে এইমসে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ এলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন৷ হাসপাতাল সূত্রে খবর, ঠিকঠাক কাজ করছে না প্রাক্তন অর্থমন্ত্রীর হৃদযন্ত্র ও ফুসফুস৷

জানা গিয়েছে, জেটলিকে দেখতে আজ শনিবার সকালে আবারও এইমসে যেতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ অন্যান্য মন্ত্রীরা৷ এদিন সকালে মেডিক্যাল বুলেটিনও প্রকাশ করতে পারে এইমস কর্তৃপক্ষ৷ শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় শুক্রবার থেকেই লাইফ সাপোর্টে সিস্টেমে রাখা হয়েছে অরুণ জেটলিকে৷ তাঁর শারীরিক অবস্থার উপর প্রতি মুহূর্তে নজর রাখছেন চিকিৎসকরা৷ নজর রাখা হচ্ছে দলের তরফেও৷ সময়ে সময়ে রিপোর্ট পাঠানো হচ্ছে কেন্দ্রকে৷ শুক্রবার সকালেই জেটলিকে দেখতে এইমসে যান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ তাঁর সঙ্গে যান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এবং কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অশ্বিণী কুমার৷

শ্বাসকষ্টজনিত সমস্যায় গত ৯ আগস্ট সকালে এইমসে ভরতি করা হয় অরুণ জেটলিকে৷ প্রথমে কার্ডিওলজি বিভাগে ভরতি করা হয় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞদের নিয়ে তৈরি হয় মেডিক্যাল টিম৷ তারপর প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়৷ রাতেই প্রাক্তন অর্থমন্ত্রীকে দেখতে যান উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এবং লোকসভার স্পিকার ওম বিড়লা৷ ভর্তি হওয়ার সপ্তাহখানেক পরেও অরুণ জেটলির অবস্থার তেমন একটা উন্নতি হয়নি বলেই এইমস সূত্রে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *