বেঙ্গালুরু, ১৪ আগস্ট (হি.স.): বিগত ২৪ ঘন্টায় উদ্ধার হল আরও চারটি দেহ| এরপরই বন্যায় বেহাল কর্ণাটকে মৃতের সংখ্যা বেড়ে হল ৫৮| উদ্ধাকারী দলের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্ণাটকের হাসান জেলা থেকে উদ্ধার হয়েছে চারটি দেহ| সবমিলিয়ে কর্ণাটকে বন্যায় এখনও পর্যন্ত ৫৮ জনের মৃত্যু হয়েছে| ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে কর্ণাটকে| নামছে জলস্তর| দ্রুত গতিতে চলছে রাস্তায় তৈরির কাজ| বুধবার পর্যন্ত বন্যা কবলিত এলাকা থেকে ৬.৯৮ লক্ষ বন্যা দুর্গতকে উদ্ধার করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং সেনাবাহিনী| ওষুধের পাশাপাশি বন্যা দুর্গতদের কাছে প্রদান করা হচ্ছে পানীয় জল|
কর্ণাটক সরকার সূত্রের খবর, গত কয়েকদিনের প্রবল বর্ষণে কর্ণাটকের ২২টি জেলার ১০৩টি তালুকার শোচনীয় অবস্থা| ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৬,৩৮১টি বাড়ি এবং ৪.৫৮ লক্ষ হেক্টর কৃষি জমি| বন্যা পরিস্থিতির প্রেক্ষিতে ও আর্থিক সাহায্যের জন্য আগামী ১৬ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা|