BRAKING NEWS

ত্রিস্তর পঞ্চায়েতের পদাধিকারীদের নাম ঘোষণা বিজেপির, ৭০ শতাংশ ক্ষেত্রে মহিলাদের প্রাধান্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট৷৷ ত্রিস্তর পঞ্চায়েতের দায়িত্বপ্রাপ্ত পদাধিকারীদের নামধাম চূড়ান্ত হয়েছে৷ মঙ্গলবার বিজেপির রাজ্য সদর কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে পঞ্চায়েত নির্বাচন পরিচালন কমিটির চেয়ারম্যান তথা রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান৷


গত ২৭শে জুলাই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভোট গ্রহণ করা হয়৷ ভোট গণনা করা হয় ৩১শে জুলাই৷ ৫৯১টি গ্রামপঞ্চায়েতের মধ্যে ৫৮২টি গ্রামপঞ্চায়েতের দায়িত্বপ্রাপ্ত হয়েছে বিজেপি৷ ৯টি গ্রামপঞ্চায়েত গেছে বিরোধীদের দখলে৷ ৩৫টি পঞ্চায়েত সমিতির ৪১৯টি আসনের মধ্যে ৪১১টি আসন পেয়েছে বিজেপি৷ ৮টি আসন পেয়েছে বিরোধীরা৷ ৮টি জেলাপরিষদের ১১৬টি আসনের মধ্যে ১১৪টি আসন পেয়েছে বিজেপি৷ ২টি আসন পেয়েছে বিরোধীরা৷ ৩৫টি পঞ্চায়েত সমিতির সবক’টি বিজেপি দখলে এসেছে৷ ৮টি জেলা পরিষদও বিজেপির দখলে রয়েছে৷


ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত এলাকার জনগন বিজেপিকে বিপুল ভোটে জয়ী করায় সাংসদ প্রতিমা ভৌমিক সকলকে অভিনন্দন জানিয়েছেন৷ পঞ্চায়েত নির্বাচন পরিচালনার জন্য গঠিত কমিটির চেয়ারম্যান তথা রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ দলীয় কার্যালয়ে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে জানান, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত পঞ্চায়েত প্রশাসন গড়ে তোলার উপর গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার৷ ত্রিস্তর পঞ্চায়েতে পদাধিকারী নিয়োগের ক্ষেত্রে যুব সম্প্রদায়, শিক্ষিত অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী সহ স্বচ্ছ ব্যক্তিদেরই প্রাধান্য দেওয়া হয়েছে৷ মহিলাদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষন থাকলেও বিজেপি ৭০ শতাংশ ক্ষেত্রেই মহিলাদের প্রাধান্য দিয়েছে৷


এসসি, এসটি ও সংখ্যালঘুদেরকেও সংরক্ষণ অনুযায়ী দায়িত্ব প্রদান করা হয়েছে৷ রতনলাল নাথ জানান, ৩৫টি পঞ্চায়েত সমিতি ৮টি জেলা পরিষদ এবং ৫৮২টি গ্রাম পঞ্চায়েতের পদাধিকারিদের নাম দলের তরফ থেকে চূড়ান্ত করা হয়েছে৷ দলের নেতৃত্ব গত তিনদিন ধরে আলোচনা পর্যালোচনা করে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷ দলীয় সভাপতি বিপ্লব কুমার দেব পদাধিকারিদের নামের তালিকায় ইতিমধ্যেই সীলমোহর দিয়েছেন৷


সাংবাদিক সম্মেলনে ৮টি জেলা পরিষদের সভাধিপতি ও সহ সভাধিপতিদের নাম ঘোষণা করেন রতনলাল নাথ৷ দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি পদে কাকলী দাস দত্ত , সহ সভাধিপতি পদে বিভিষণ দাস, গোমতী জেলার জেলা পরিষদের সভাধিপতি পদে স্বপন অধিকারী, সহ সভাধিপতি পদে দেবল দেবরায়, খোয়াই জেলার জেলা পরিষদের সভাধিপতি পদে জয়দেব দেববর্মা , সহ সভাধিপতি পদে হরিশংকর পাল, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা সভাধিপতি পদে অন্তরা সরকার দেব, সহ সভাধিপতি পদে হরি দুলাল আচার্য্য, সিপাহিজলা জেলার সভাধিপতি পদে সুপ্রিয়া দাস দত্ত, সহ সভাধিপতি পদে পিন্টু আইচ, উনকোটি জেলার জেলা সভাধিপতি পদে অমলেন্দু দাস, সহ সভাধিপতি পদে শ্যামল দাস, ধলাই জেলার জেলার সভাধিপতি পদে রুবি ঘোষ, সহ সভাধিপতি পদে অনাদি সরকার এবং উত্তর ত্রিপুরা জেলার জেলা সভাধিপতি পদে ভবতোষ দাস এবং সহসভাধিপতি পদে বিশ্বজিৎ ঘোষরে মনোনিত করা হয়েছে৷

পঞ্চায়েত সমিতির ৩৫ জন চেয়ারপার্সন ও ৩৫ জন ভাইস চেয়ারপার্সনের নামও চূড়ান্ত হয়েছে৷ এছাড়া প্রতিটি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের নামও চূড়ান্ত করা হয়েছে৷ আগামী ১৬-১৭এবং ১৮ আগস্ট গ্রামপঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান সহ অন্যান্যরা শপথ গ্রহণ করবে বলে জানিয়েছেন রতনলাল নাথ৷ সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দলীয় নেতা অমিত রক্ষিত, সাংসদ প্রতিমা ভৌমিক সহ অন্যান্যরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *