নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট৷৷ ছোট ভাইয়ের হাতে খুন হল বড় ভাইকে৷ পারিবারিক কলহের জেরে ছোট ভাই ছুঁড়ি দিয়ে তার নিজের বড়ভাইয়ে খুন করে৷ ঘটনাটি, ঋষ্যমুখ ব্লকের দক্ষিণ সোনাইছড়ি গ্রামে৷ পুলিশ অভিযুক্ত ছোটভাইকে গ্রেপ্তার করেছে৷ তাকে আদালতে পেশ করেছে৷ আদালত অভিযুক্তকে পুলিশি হেপাজত রাখার নির্দেশ দিয়েছে৷
ঘটনার বিবরণে জানা গেছে, ঋষ্যমুখ ব্লকের দক্ষিণ সোনাইছড়ি গ্রামের বাসিন্দা মিহির ত্রিপুরা(২২) ও অঘোর ত্রিপুরা(২৬) দু’ভাইয়ের মধ্যে বেশ কিছুদিন ধরেই পারিবারিক সমস্যা দেখা দিয়েছিল৷ শনিবার সন্ধ্যায় চরম আকার ধারণ করে৷ এদিন সন্ধ্যায় মিহির ত্রিপুরা(২২) ও অঘোর ত্রিপুরা(২৬) নামে দুই ভাইয়ের ঝগড়া চরম আকার ধারণ করে৷ একটা সময়ে ছোট বাই মিহির ত্রিপুরা (২২) তার নিজের বড়ভাই অঘোর ত্রিপুরা(২৬)কে ছুরি আঘাত করে৷ গুরুতর আহত অবস্থায় অঘোর ত্রিপুরাকে প্রথমে বিলোনীয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাকে আগরতলার জিবি হাসপাতালে নিয়ে আসা হয়৷ কিন্তু রবিবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অঘোর ত্রিপুরা (২৬)৷