কোচি, ১১ আগস্ট (হি.স.) : প্রবল বৃষ্টির জেরে বন্যার কবলে পরে গত দু দিন ধরে বন্ধ থাকার পর রবিবার দুপুর থেকে কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে উড়ল বিমান। বিমান বন্দর কর্তৃপক্ষে তরফে জানানো হয়েছে ইতোমধ্যে রানওয়ে থেকে জল নেমেছে। যার জেরে পরিষেবা শুরু করতে প্রস্তুত বিমান বন্দর। এদিন সকাল ৯ টা থেকে কোচি বিমানবন্দরে শুরু হয় যাত্রীদের অনুসন্ধান প্রক্রিয়া। রবিবার মোট ২৪ টি বিামন উড়ার কথা রয়েছে কোচি অন্তর্জাতিক বিামন বন্দর থেকে।
শনিবার থেকে জল নেমে যাওয়ায় ইতিমধ্যে ৮টি বিমানের মধ্যে ৬টি বিমানকে উড়ার জন্য প্রস্তুত করা গেছে বলে জানানো হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষে তরফে। গত শুক্রবার থেকে পাঁচটি পাম্প এবং বেশ কয়েকটি ফায়ার ইঞ্জিনের সাহায্যে কোচি বিামনবন্দর থেকে জল বার করে পরিষেবা উপযোগী করে তোলা হয়। বিমান বন্দনের ৩ নম্বর টার্মিনালটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে বিমান বন্দর সূত্রে খবর।