BRAKING NEWS

আর্থিক বৃদ্ধিতে দেশের শীর্ষে রাজ্য : ফেসবুক পোস্টে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ১১ আগস্ট (হি.স.) : আর্থিক বৃদ্ধির হারে দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে পশ্চিমবঙ্গ । রবিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন এবিষয়ে রাজ্যবাসীকে অভিনন্দন জানান তিনি |

মুখ্যমন্ত্রী তাঁর পোস্টে উল্লেখ করেছেন যে, “ভারত সরকারের রিপোর্ট অনুযায়ী ২০১৮-১৯ আর্থিক বর্ষে পশ্চিমবঙ্গের বৃদ্ধি হার ছিল ১২.৫৮ শতাংশ । ভারতের রাজ্যগুলির মধ্যে এটা সর্বোচ্চ ।” তিনি আরও উল্লেখ করেন যে, “সারা দেশে মন্দার মধ্যেও আমাদের এই কৃতিত্ব সত্যি উল্লেখযোগ্য ।”

এদিন পোস্টে রাজ্য সরকারের এই কৃতিত্বের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন মুখ্যমন্ত্রী | তিনি লেখেন, “২০১৪ থেকে ২০১৯ সালের মধ্যে ত্রৈমাসিক জিডিপি-র হার সব থেকে কম ছিল । দেশে শিল্প উৎপাদনের বৃদ্ধির হার ৭ শতাংশ থেকে ২ শতাংশে নেমে গেছে । ৪৫ বছরের মধ্যে বেকারত্বের হার সব থেকে বেশি ।” এদিন কেন্দ্রীয় সরকারের বেসরকারিকরণের নীতির সমালোচনা করে তিনি লেখেন, “অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ড থেকে বিএসএনএল, এয়ার ইন্ডিয়া থেকে রেলওয়ে, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস থেকে অ্যালয় স্টিল প্ল্যান্ট। তাছাড়া আরও প্রায় ৪৫ টি সরকারি খাতের উদ্যোগকে কেন্দ্রীয় সরকার সক্রিয়ভাবে বেসরকারিকরণের পথে হাঁটছে । এর ফলে লাখা লাখ যুবক বেকার হবে । সাম্প্রতিককালে ভারতে চর্ম ও গাড়ি উৎপাদন শিল্প খাতে ৩ লাখ কর্মী বেকার হয়েছে ।”

এদিন এবিষয়ে আক্ষেপের শুরু মুখ্যমন্ত্রী বলেন, “আমরা এখন যা দেখছি তা হল যারা কর্মসংস্থানে আছেন তারা চাকরি হারাচ্ছেন । এর চেয়ে করুণ আর কিছু হতে পারে না ।“ অন্যদিকে এদিন সিএমআইই-র রিপোর্টকে তুলে ধরে ১৩ ট্রিলিয়ন টাকার বিনিয়োগ স্থগিত হয়ে আছে বলে দাবি মুখ্যমন্ত্রী | তিনি লেখেন, “প্রত্যেকেরই দেশের বর্তমান বাস্তব পরিস্থিতিটি দেখার ও অনুধাবন করা প্রয়োজন । বর্তমানে সরকারের অ্যাজেন্ডা দেশের উন্নতি ও অর্থনীতির থেকে সরে কেবল মাত্র রাজনীতির উপর গিয়ে পড়েছে । “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *