BRAKING NEWS

জ্বালানি ভর্তি তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ, মৃত প্রায় ৬০

দারেস সালাম, (তানজানিয়া), ১১ আগস্ট (হি.স.) : পূর্ব আফ্রিকার তানজানিয়ায় একটি জ্বালানি তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে ৬০ জনের। ঘটনায় গুরুতর আহত অন্তত ৭০ জন। ঘটনাটি ঘটেছে মরোগোরো শহরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দারেস সালাম বন্দর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত মরোগোরো তানজানিয়ায় জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান কেন্দ্র। পুলিশ জানিয়েছে, জ্বালানি তেল ভর্তি ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উলটে যায়।

তেল সংগ্রহ করতে যান স্থানীয়রা। এই সময় ট্যাঙ্কারটিতে বিস্ফোরণ হলে ব্যাপক প্রাণহানি হয়। ভয়াবহ এই বিস্ফোরণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ড্যানিয়েল এনগোগো নামে এক প্রত্যক্ষদর্শী ঘটনাটি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, “পরিস্থিতি খুবই ভয়াবহ। অনেক মানুষ মারা গিয়েছেন। তেল চুরি করতে যায়নি এমন অনেক মানুষও মারা গিয়েছেন। এটি খুবই ব্যস্ত একটি রাস্তা। জনবহুল হওয়ায় এই বিপত্তি।” ঝুঁকি নিয়ে ট্যাঙ্কার থেকে জ্বালানি তেল সংগ্রহের প্রবণতা বেশি বলে আফ্রিকার বিভিন্ন দেশে প্রায়ই এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। গত মাসেও নাইজেরিয়ার নর্দার্ন বেনু রাজ্যে ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ৪৫ জন মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *