![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/07/crime-scene-tape-1024x576.jpg)
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ যোগেন্দ্র নগরের কাটা শেওলা এলাকায় ৭ বছরের শিশুকন্যা ধর্ষণের ঘটনায় জড়িত দাদুকে গ্রেপ্তারের জোরালে দাবি জানিয়েছেন এলাকাবাসী৷ পূূর্ব মহিলা থানার ওসি’র ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তারা৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ যোগেন্দ্র নগরের কাটা শেওলা এলাকায় ৭ বছরের নাতনিকে ধর্ষন করেছে দাদু৷ অভিযুক্তের নাম – রাজমোহন দেবনাথ৷
ঘটনাটি শিশুটির মা এলাকাবাসীকে জানান৷ শুধু তাই নয়, ঘটনাটি এলাকাবাসীকে জানানোর পর শুিশুটির মাকেও নির্যাতন এমনকি হত্যার ষড়যন্ত্র করা হয় বলে অভিযোগ৷ এ ধরনের চাঞ্চল্য অভিযোগের ভিত্তিতে স্থানীয় বাসিন্দারা পূর্ব মহিলা থানার দ্বারস্থ হয়েছেন৷ স্থানীয়রা জানান, এ বিষয়ে খোঁজ খবর নিতে তাদের বাড়িতে গেলে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়৷ এমনকি তাদের বিরুদ্ধে বাড়িতে হামলা করা হয়েছে৷ উদ্ভূত পরিস্থিতিতে এলাকাবাসী পূর্ব মহিলা থানার দ্বারস্থ হলে মহিলা থানার ওসি মমতাজ বেগমও তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ৷
এলাকাবাসী জানান ধর্ষিতা শিশুটির মা তথ্য প্রমাণ ভিডিও ফুটেজের মাধ্যমে এলাকাবাসীর সামনে তুলে ধরে তাদেরকে রক্ষা করার আবেদন জানান৷ তখনই এলাকাবাসী মহিলা ও শিশুটির পাশে দাঁড়ানোর চেষ্টা করেন৷ অভিযুক্ত রাজমোহন দেবনাথ জয়পুর এলাকায় আত্মগোপন করেছে বলে জানা গেছে৷ সবকিছু জানা সত্ত্বেও পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করছে না বলে অভিযোগ৷