ব্যাঙ্ক ম্যানেজারকে হত্যার চেষ্টা, মামলায় গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট৷৷ শনিবার গভীর রাতে রাজধানীর বুকে এক ব্যক্তিকে দুষৃকতিরা গুরুতর ভাবে আহত করে ফেলে রেখে যায়৷ পরবর্তী সময় পুলিশের উপস্থিতিতে দমকল বাহিনীর কর্মীরা আহত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ রাজধানীর জ্যাকশন গেইট সংলগ্ণ এলাকায় সংগঠিত এই ঘটনার তদন্তে নেমে পুলিশ দুজনকে আটক করল৷ আহত ব্যাঙ্ক ম্যানেজার বোধিসত্ব দাসের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে পশ্চিম থানার পুলিশ আটক করে কালিকা জুয়েলার্সের কর্ণধারের ছেলে সুমিত চৌধুরী ও রাজধানীর মসজিদ পট্টী এলাকার বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে লিপ্ত ওমর শরিফ ওরফে সোয়েব মিয়াকে৷


রবিবার আক্রান্ত ব্যাঙ্ক ম্যানেজারের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়৷ সেই মামলার পরিপ্রেক্ষিতে তদন্তে নেমে পুলিশ দুজনকে আটক করেছে৷ তবে তদন্তের স্বার্থে এর বেশি কিছু জানাতে চায়নি পশ্চিম থানার পুলিশ৷ চার দিনের পুলিশ রিমান্ড চেয়ে দুজনকে আদালতে সোপর্দ করা হয়৷ তবে কি কারনে মদের আসরে এই ঘটনা ঘটল যার জেরে আক্রান্ত হলেন আগরতলার জয়নগর এলাকার বাসিন্দা ব্যাঙ্ক ম্যানেজার বোধিসত্ব দাস তা তদন্ত করে দেখছে পুলিশ৷


তবে দাগী অপরাধীর সঙ্গে কালিকা জুয়েলার্সের কর্ণধারের ছেলে সুমিত চৌধুরী কি যোগ সাজস তাও ক্ষতিয়ে দেখছে পুলিশ৷ এই ঘটনায় শহরে নৈশকালীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ণ নিগমবাসীর মধ্যে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *