নয়াদিল্লি, ৫ আগস্ট (হি.স.): ফের ভাঙন ধরল কংগ্রেস ও সমাজবাদী পার্টি (সপা)-তে| রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন সমাজবাদী পার্টির সুরেন্দ্র নগরের সাংসদ সঞ্জয় শেঠ| রাজ্যসভার সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন কংগ্রেস সাংসদ ভুবনেশ্বর কালিতাও| রাজ্যসভার সদস্যপদ থেকে উভয়ের পদত্যাগপত্র গ্রহণ রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু| সোমবার রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু জানিয়েছেন, সুরেন্দ্র নগরের সাংসদ সঞ্জয় শেঠ (সপা সাংসদ) এবং ভুবনেশ্বর কালিতা (কংগ্রেস সাংসদ)-র পদত্যাগপত্র গ্রহণ করেছি আমি|
![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/08/venkaia-naidu.jpg)
রাজনৈতিক মহলে গুঞ্জন, সমাজবাদী পার্টিতে ভাঙন ধরিয়ে এবার ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দিতে পারেন সঞ্জয় শেঠ| ভুবনেশ্বর কালিতাও যোগ দিতে পারেন বিজেপিতে| তবে, ঠিক কবে তাঁরা বিজেপিতে যোগ দেবেন, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানাননি এই দুই নেতা|