![](https://jagarantripura.com/wp-content/uploads/2017/03/SUICIDE-DEATH.jpg)
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট ৷৷ অভাব অনটনের জ্বালায় মানসিক ভারসাম্যহীন হয়ে গিয়েছিলেন৷ কিন্তু, খয়েরপুর ফাঁড়ির অধীন পূর্ব চাম্পামুড়ার বাসিন্দা বলরাম গোস্বামীর অন্তিম পরিণতি হল ফাঁসিতে আত্মহত্যা৷ আজ সকালে তিনি নিজ বাড়িতেই আত্মহত্যা করেন৷ খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালে পাঠিয়েছে৷ তাঁর শ্যালক জানিয়েছেন, পেশায় দর্জি বলরাম গোস্বামী বেশ কিছুদিন ধরেই আর্থিক অনটনের মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছিলেন৷ রোজগার না থাকার কারণে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন৷ তাঁর শ্যালক আরও জানিয়েছেন, এক সপ্তাহ আগে তিনি নিখোঁজ হয়ে গিয়ে ছিলেন৷ আজ হঠাৎ বাড়ি ফিরে এসেই আত্মঘাতি হয়েছেন৷