নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ আগস্ট ৷৷ প্রতিবেশী যুবকের লালসার শিকার হল পাঁচ বছরের ফুটফুটে এক শিশু কন্যা৷ অভিযুক্ত যুবককে পুলিশ আটক করেছে৷
![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/12/RAPE.jpg)
বিশালগড় মহিলা থানার ওসি শিউলি দাস জানিয়েছেন, সিটিআই ক্যাম্প সংলগ্ণ পূর্ব গকুলনগরে শুক্রবার সন্ধ্যায় এক শিশু কন্যা ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছিল৷ ওই অভিযোগের ভিত্তিতে রাত ২টা নাগাদ পশ্চিম ত্রিপুরা জেলার বোধজংনগর এলাকা থেকে অভিযুক্ত খোকন দেবনাথকে(২১) আটক করা হয়েছে৷ তিনি জানান, ওই নির্যাতিতার প্রতিবেশী বলে পরিচয় মিলেছে৷ তাঁর কথায়, ওই যুবকের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধি ৩৭৬(২)() ধারা এবং পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে৷
এই ঘটনা সম্পর্কে শিশুকন্যার বাবা জানান, শুক্রবার সন্ধ্যায় প্রতিবেশী উত্তম দেবনাথের ছেলে খোকন দেবনাথ তার মেয়েকে বাড়িতে ডেকে নিয়ে যায়৷ সেখানে তাকে ধর্ষণ করেছেন বলে নির্যাতিতার বাবা অভিযোগ করেছেন৷ তিনি জানান, বাড়ি ফিরে মেয়ের কাছ থেকে সব শুনে বিশালগড় মহিলা থানায় মামলা করেছেন৷
খোকন দেবনাথ পেশায় অটো চালক৷ ঘটনার পর তিনি পালিয়ে যান৷ ফলে, বিশালগড় মহিলা থানা রাজ্যের সমস্ত থানায় অভিযুক্তের বিবরণ দিয়ে বার্তা পাঠায়৷ বিশালগড় মহিলা থানার ওসি শিউলি দাস জানিয়েছেন, গোপন সূত্রে খবরের ভিত্তিতে পশ্চিম আগরতলা মহিলা গত রাত আনুমানিক ২টা নাগাদ বোধজংনগর এলাকা থেকে অভিযুক্তকে আটক করেছে৷ আজ সকালে তাকে বিশালগড়ে আনা হয়েছে৷ এদিকে, আজ তাকে আদালতে সোপর্দ করেনি পুলিশ৷ কারণ, তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিশ জানিয়েছে৷
এদিকে, ওই ধর্ষণের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় জনগণ অভিযুক্তের পরিবারকে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে৷ আজ সকালে স্থানীয় জনগণ অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং তাদের এলাকায় থাকতে দেওয়া হবে না বলেও হুমকি দিয়েছেন৷ এই ঘটনার পর অভিযুক্তের পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে অন্যত্র চলে গিয়েছে৷