সরকারী বাস পরিষেবায় বাধা, ক্ষুব্ধ চালকরা, প্রতিবাদে সাময়িক পরিষেবা বন্ধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট ৷৷ সরকারী বাস বলপূর্বক আটকে রাখার ঘটনায় আজ আগরতলায় সরকারী বাস মালিক ও চালকরা বিক্ষোভ প্রদর্শন করেছেন৷ প্রতিবাদে অন্য বাসও পরিষেবা বন্ধ রেখেছিল৷ অবশেষে সড়ক উন্নয়ন নিগমের এমডি-র সাথে কথা বলে পুণরায় বাস পরিষেবা চালু করেন তাঁরা৷

শনিবার আগরতলায় শ্যামলিবাজারে পরিষেবা বন্ধ রেখে দাড়িয়ে রয়েছে আর্বান ট্রানফোটের বাসগুলি৷ ছবি- নিজস্ব৷

আজ সকাল ৬টা নাগাদ আগরতলায় নাগেরজলা মোটর স্ট্যান্ডে আর্বান ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেডের টিআর-০১-সি-১৩০১ নম্বরের বাস আটকে রাখেন স্ট্যান্ডের সিন্ডিকেটের কর্মীরা৷ এ-বিষয়ে বাস চালক স্বপন সরকার জানিয়েছেন, ৬টা থেকে বাস পরিষেবা দেওয়া নাগেরজলা স্ট্যান্ডে ঢুকতেই বাস আটকে রাখেন সিন্ডিকেটের কর্মীরা৷ শুধু তাই নয়, বাসের যাত্রীদের অন্য গাড়িতে পাঠিয়ে দেন তারা৷ এই ঘটনায় আর্বান ট্রান্সপোর্টের অন্য গাড়িগুলিও প্রতিবাদে পরিষেবা বন্ধ করে দেন৷ জনৈক বাস চালক চন্দন সূর বলেন, সরকারী বাস নির্দিষ্ট নিয়মে যাতায়াত করে৷ যাত্রীরা সরকারী বাসে যাতায়াতে স্বাচ্ছন্দ্য বোধ করেন৷ কিন্তু, বেসরকারী বাস এবং যান চালকদের তাতে তীব্র আপত্তি৷ তাই, আজ আর্বান ট্রান্সপোর্টের একটি গাড়ি নাগেরজলা স্ট্যান্ডে আটকে রাখেন সিন্ডিকেটের কর্মীরা৷ তিনি অভিযোগ করেন, প্রায় সময় সিন্ডিকেটের কর্মীরা এবং অন্য গাড়ির চালকরা তাদের সাথে দূর্ব্যবহার করেন৷ তাঁর কথায়, সরকারী গাড়ি নির্দিষ্ট নিয়ম মেনে যাতায়াতে কারোর আপত্তি থাকার কথা নয়৷ অগত্য, আপত্তি হলে সে-বিষয়ে ত্রিপুরা সরকার দৃষ্টি আকর্ষণ করা উচিৎ৷ অযথা, আমাদের হয়রানি করা অন্যায় বলে দাবি করেন তিনি৷

এ-বিষয়ে ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের এমডি কেশব কর বলেন, আজ সকালে গাড়ি পার্কিং নিয়ে নাগেরজলায় সমস্যা হয়েছিল৷ কিন্তু, সিন্ডিকেটের কর্মীদের সে ব্যাপারে বুঝিয়ে দেওয়া হয়েছে৷ তাছাড়া, এই সমস্যাকে ঘিরে আর্বান ট্রান্সপোর্টের গাড়ি চালকরা সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন৷ তাঁদের অতি সত্বর বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস পেয়ে তাঁরা বাস পরিষেবা চালু করে দিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *