নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট ৷৷ রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সাফল্যের এবার বিজেপি-র নজর ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের দিকে৷ আগামী বছর অনুষ্ঠিত হবে এই নির্বাচন৷ ওই নির্বাচনেও যাতে ব্যাপক সাফল্য লাভ করা যায় তার জন্য ইতিমধ্যেই বিজেপি ঝাঁপিয়ে পড়েছে৷ শনিবার বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব এডিসি নির্বাচনের লক্ষ্যে সাংগঠনিক বিস্তারে রূপরেখা স্থির করে দিয়েছেন৷
![](https://jagarantripura.com/wp-content/uploads/2017/03/BJP-TRIPURA.jpg)
প্রসঙ্গত, শুক্রবার রাতে এসেছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব৷ আজ তিনি দলের জনজাতি অংশের নেতৃত্বদের নিয়ে এক বৈঠকে মিলিত হন৷ বৈঠকে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি’র সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য, রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণ দেববর্মা, মন্ত্রী সান্ত্বনা চাকমা, জনজাতি মোর্চার নেতা বিদ্যুৎ দেববর্মা, মহিলা মোর্চা নেত্রী মণিহার দেববর্মা-সহ আরও বেশ কয়েকজন দলের জনজাতি বিধায়ক ও নেতা৷ রূদ্ধদ্বার বৈঠকে তিনি দলের প্রদেশ শীর্ষ নেতৃত্বদের এডিসি নির্বাচনের লক্ষ্যে পাহাড়ে সাংগঠনিক বিস্তারের ছক এঁকে দিয়েছেন৷ পাহাড় দখল এখন অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে প্রাধান্য দেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর৷
সূত্রের দাবি, পাহাড়ে দলের অবস্থানকে আরও মজবুত করতে আজকের এই বৈঠকের আয়োজন করা হয়েছিল৷ এতে দলীয় নেতাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে৷ পাহাড়ে একচ্ছত্রভাবে সংগঠনকে মজবুত করতে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের অনেক আগে থেকেই ময়দানে নেমে পড়েছে বিজেপি৷ সূত্রের খবর, জোট নিয়েও রাম মাধবের সাথে শীর্ষ নেতৃত্বের কথা হয়েছে৷ তবে, জোটের ব্যাপারে কোনও ফয়সলা হয়নি এদিনের বৈঠকে৷