![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/08/DSC_8228-1024x683.jpg)
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট৷৷ জাতীয় পরিবার ও স্বাস্থ্য সম্পর্কিত সার্ভে চলছে ত্রিপুরায়৷ ১৯৫২ সালে প্রথম এই সার্ভে হয়েছিল৷ এই বছর পঞ্চম দফায় এই সার্ভে করা হচ্ছে৷ কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের সহায়তায় এই সার্ভের কাজ চলছে ৷ স্বাস্থ্য ক্ষেত্রে ১৯৯২ সালে সার্ভে করা হয়েছিল৷ এই সময়ের মধ্যে কি উন্নতি ঘটেছে তা এই সার্ভে থেকে বেড়িয়ে আসবে৷ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হেল ম্যানেজমেন্ট রিসার্চ এই সার্ভে করছে৷
৬ টি রাজ্যে তারা সার্ভে করছে৷ তার মধ্যে রয়েছে ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, রাজস্থান, উড়িষ্যা, মহারাষ্ট্র৷ রাজ্য স্তরীয় তথ্য সংগ্রহ করা হবে৷ ত্রিপুরার ৮ টি জেলায় এই সার্ভের কাজ চলছে৷ ৩৩৬ টি পি এস ইউ — থেকে ২২ বাড়ি র্যান্ডেমলি বাছাই করা হয়৷ তাদের একটি প্রস্ন ও উত্তর পত্রের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়৷ এবার মধুমেয় , ম্যালেরিয়া, এনিমিয়া পরিক্ষা করা হচ্ছে এই সার্ভের মাধ্যমে৷ শুক্রবার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই সার্ভের বিষয়ে জানান আই আই এইচ এম অফ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ডা এস ডি গুপ্তা৷