![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/08/Manish-Tiwari.jpg)
নয়াদিল্লি, ৩ আগস্ট (হি.স.) : অমরনাথ যাত্রার মাঝ পথ থেকে পূণ্যার্থীদের ফিরে আসার আহ্বান জানানোর জন্য কেন্দ্রের নিন্দায় মুখর হয়েছে মণীষ তিওয়ারি।
লোকসভার সাংসদ তথা বর্ষীয়ান নেতা মণীষ তিওয়ারি নিজের ট্যুইটবার্তায় জানিয়েছেন, ১৯৪৭ সালের অক্টোবর থেকে এখনও পর্যন্ত পাকিস্তান মদতপুষ্ঠু সন্ত্রাসবাদের সম্মুখীন হয়ে চলেছে জম্মু ও কাশ্মীর। ১৯৯০-তে বিজেপি এবং বামপন্থীদের সমর্থনে প্রধানমন্ত্রী ভি পি সিং আমলে পরিস্থিতি আরও বেশি ভয়াবহ আকার ধারণ করেছিল। কিন্তু ১৯৪৭ সালের অক্টোবর বা ১৯৯০ সালে ভারত আজকের মতো পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেনি। যাত্রাভঙ্গ করে পালিয়ে আসার পরামর্শ না দিয়ে প্রশাসনের উচিত পূণ্যার্থী এবং পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করা।
শুক্রবার শ্রীনগরে মোতায়েন থাকা চিনারকর্পের কম্যান্ডার লেফটেন্ট জেনারেল কেজিএস ধিলোন জানিয়েছিলেন, ইনটেলিন্স রিপোর্ট থেকে নিশ্চিত অমরনাথ যাত্রায় বিঘ্ন ঘটাতে চাইতে জঙ্গিরা। পুরদস্তুর তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা, সিআরপিএফ এবং রাজ্য পুলিশ।