BRAKING NEWS

ব্যর্থ প্রেমের জ্বালায় গৃহবধূর গায়ে অ্যাসিড নিক্ষেপ যুবকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷ ব্যর্থ প্রেমের জ্বালায় এক গৃহবধূর গায়ে অ্যাসিড নিক্ষেপ করলো এক বখাটে যুবক৷ তার নাম রাজীব দেবনাথ৷ ঘটনা বিশালগড় থানাধীন গকুলনগর এলাকায়৷ অ্যাসিড নিক্ষেপের ঘটনায় মহিলা সহ চারজন আহত হয়েছে৷ তাদের মধ্যে মহিলার অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাকে প্রথমে হাপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাকে জিবি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷


এ ব্যাপারে বিশালগড় থানায় অভিযুক্তের নাম উল্লেখ করে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ ঘটনার বিবরণে জানা যায়, বিশালগড়ের গকুলনগর এলাকার রাজীব দেবনাথ নামে কে যুবক প্রতিবেশি এক গৃহবধূকে বেশ কিছুদিন ধরেই জালাতন করে আসছিল৷ তাকে বারবার কু-প্রস্তাব দিচ্ছিল৷ কিন্তু গৃহবধূর মন জয় করতে পারেনি ওই লম্ফট যুবক৷ তাতে ক্ষুব্ধ হয়েই মহিলার উপর অ্যাসিড নিক্ষেপ করেছে রাজীব দেবনাথ নামে ওই যুবক৷


জানা যায়, মহিলা বাজার থেকে বাড়িতে ফিরছিলেন তখনই সুযোগ বুঝে তার উপর অ্যাসিড নিক্ষেপ করে৷ অ্যাসিড নিক্ষেপে তার শরীর ঝলসে গেছে৷ ঘটনাটি মহিলার বাড়ির কাছেই সংগঠিত হয়৷ মহিলার চিৎকারে সন্তানরা বেড়িয়ে এসে মাকে জড়িয়ে ধরলে তাদেরও শরীর খানিকটা ঝলসে গেছে৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ লম্ফট যুবককে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী৷ পুলিশ এ ব্যাপারে মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ প্রাথমিক তদন্তে জানা গেছে ব্যর্থ প্রেমের জ্বালা থেকেই সে গৃহবধূর উপর অ্যাসিড নিক্ষেপ করেছে৷ তাকে হত্যার উদ্দেশ্যেই অ্যাসিড নিক্ষেপ করেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে৷ এর পেছনে অন্যকোন কারণ আত্মগোপন করে রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ৷ বর্তমানে অ্যাসিড নিক্ষেপে ঝলসে যাওয়া মহিলা জিবির মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *