নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৩০ জুলাই৷৷ স্ত্রীর পরকিয়া প্রেমের শিকার হয়ে প্রাণ হারাল স্বামী৷ খোয়াই থানা এলাকায় মারাইহাদু স্ত্রী হাতে খুন স্বামী৷ নিহতের নাম বশেন কুমার দেববর্মা বয় ৪০৷
ঘটনার বিবরনে জানা যায় মঙ্গলবার দুপুরে স্ত্রী সবিতা দেববর্মা তার স্বামীর অবর্তমানে মনোজ দেববর্মাকে নিয়ে গভীর প্রেমে আবদ্ধ ছিল৷ ঠিক তেমন সময় স্বামী বশেন দেখতে পায় ঘটনাটি৷ তখন স্ত্রী সবিতা ও প্রেমিক মনোজ ঘটনা কে ধামাচাপা দিতে গিয়ে স্বামী বশেন কে হত্যা করে৷ খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে যায় পুলিশ৷ মৃত দেহটি খোয়াই জেলা হাসপাতালে মরগে নিয়ে আসে পুলিশ৷ স্ত্রী কে জিজ্ঞাসার জন্য খোয়াই থানায় নিয়ে আসে৷