BRAKING NEWS

ধর্ষণের ৩১ বছর পর গ্রেপ্তার আসামী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই ৷৷ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কে পালিয়ে যাওয়ার ৩১ বছর পর আটক করতে সক্ষম হয় পুলিশ৷ বর্তমানে অভিযুক্তকে আদালতে পাঠিয়েছে পুুলিশ৷


পুলিশ সূত্রে খবর, ১৯৮৮ সালে তেলিয়ামুড়া থানা এলাকার তুইমধুর বাসিন্দা ওয়াকিড়াই দেববর্মার ছেলে প্রবীর কুমার দেববর্মা (ততকালিন সময় সে অষ্টম শ্রেণীতে পড়াশুনা করত) এর বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় ধর্ষণের মামলা লিপিবদ্ধ হয়৷ পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়৷ তিন মাস জেলে থেকে অভিযুক্ত অন্তবর্তিকালিন জামিন পায়৷ এরপর থেকেই অভিযুক্ত বাড়ি থেকে পালিয়ে যায়৷ বহুবার আদালত থেকে সমন পাঠানো হলেও তাকে খুজে পাওয়া যাচ্ছিলনা৷ সোমবার গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার ওসি স্বপন দেববর্মা সহ পুলিশ কর্মীরা গঙ্গানগর থেকে প্রবীর কুমার দেববর্মাকে আটক করতে সমর্থ হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *