রায়বরেলি, ২৯ জুলাই (হি. স.) : ফের সংবাদ শিরোনামে উত্তরপ্রদেশের উন্নাও | রবিবার উন্নাওয়ে নির্যাতিতা তরুণীর গাড়ি দুর্ঘটনায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তরুণী | মারা গেছেন তাঁর দুই নিকট আত্মীয় | এই ঘটনা পারিল্পিত অভিযোগ তুলে সোমবার সরগরম হয়েছে জাতীয় রাজনীতি | বিষয়টি উঠেছে লোকসভায়ও | এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছেন সপা সাংসদ অখিলেশ যাদব | এই বিষয়ে নিয়ে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও |এদিকে, উন্নাওয়ে নির্যাতিতা তরুণীর গাড়ি দুর্ঘটনায় নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার, তাঁর ভাই মনোজ সিং সেঙ্গার এবং সংশ্লিষ্ট আরও ৮ জনের বিরুদ্ধে এফআইআর লঞ্চ করল পুলিশ। এই দুর্ঘটনায় তদন্তভার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দিতে রাজি উত্তর প্রদেশের পুলিশ। সোমবার এমনটা জানালেন সে রাজ্যের ডিজিপি ওপি সিং। লখনউয়ে সাংবাদিক বৈঠকে ওপি সিং জানান, রবিবারের দুর্ঘটনার পর এই তদন্তের ভার সিবিআইয়ের হাতে তুলে দিতে প্রস্তুত প্রশাসন। এদিনই উন্নাও দুর্ঘটনাস্থলে যায় ফরেনসিক টিম। রবিবারের দুর্ঘটনা প্রসঙ্গে লখনউ জোন-এর এডিজি রাজীব কুমার জানিয়েছেন, কুলদীপ সিং সেঙ্গার (উন্নাও ধর্ষণ মামলার অভিযুক্ত) ও তাঁর সহযোগীদের নম্বরের সঙ্গে ঘাতক ট্রাকের চালক, খালাসি ও মালিকের নম্বরের মিল খুঁজে দেখা হচ্ছে।
বিজেপি বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনার ‘সাহস’ দেখিয়েছিলেন সেই নির্যাতিতা | গ্রেফতারও করা হয়েছিল উন্নাও-এর বিধায়ক কুলদীপ সেঙ্গারকে| রবিবার উত্তর প্রদেশের উন্নাওয়ের সেই নির্যাতিতাই গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন| অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই তরুণী| দুর্ঘটনায় ইতিমধ্যেই মৃতু্যর কোলে ঢলে পড়েছেন তাঁর দুই নিকট আত্মীয় | উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব এই দুর্ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন| কংগ্রেসও এই দুর্ঘটনাকে হাতিয়ার করে উত্তর প্রদেশ সরকারকে চেপে ধরতে বদ্ধপরিকর| সোমবার সপা সাংসদ অখিলেশ যাদব বলেছেন, ‘উন্নাও দুর্ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি আমরা| লোকসভার জিরো আওয়ারে এই বিষয়টি উত্থাপন করব আমি| সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদরাও এই বিষয়টি উচ্চকক্ষে উত্থাপণ করবেন|’ শুধুমাত্র সপা নয়, কংগ্রেসও তত্পর| উন্নাও দুর্ঘটনার প্রেক্ষিতে সোমবার লোকসভায় মুলতুবি প্রস্তাব এনেছেন ছ’জন কংগ্রেস সাংসদ| এদিকে এই বিষয়ে নিয়ে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও | উন্নাওয়ের নির্যাতিতার দুর্ঘটনাকে হাতিয়ার করে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ শানালেন মমতা। মুখ্যমন্ত্রী বললেন, “প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ, দয়া করে দেশটার দিকে নজর দিন।” সোমবার নজরুল মঞ্চে দলের নেতা-বিধায়কদের নিয়ে বৈঠকে বসেন মমতা। তার আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশে একথা বলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, “প্রত্যেকদিন ওরা বাংলাকে অসম্মান করছে। কিন্তু, সরকার কি জানে উত্তরপ্রদেশে কী চলছে? উত্তরপ্রদেশে কী হচ্ছে তার ধারণা সরকারের আছে? উন্নাওতে কী হল? নির্যাতিতার দুই আত্মীয়ের মৃত্যু হল। তিনি নিজেও গুরুতর আহত। এ বিষয়ে ‘হাই পাওয়ার’ তদন্তের প্রয়োজন। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, দয়া করে দেশটার দিকে নজর দিন।”
উল্লেখ্য, রবিবার মা, কাকিমা এবং আইনজীবী মহেন্দ্র সিংকে সঙ্গে নিয়ে ওই তরুণী একটি গাড়িতে চড়ে রায়বরেলি অভিমুখে যাচ্ছিলেন| সেখানে অন্য একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পেয়ে বন্দি থাকা কাকার সঙ্গে দেখা করতে| রায়বরেলির রাস্তায় উল্টোদিক থেকে আসা একটি ট্রাক উন্নাও ধর্ষিতার গাড়িতে ধাক্কা মারে| ধাক্কা মারার পরই চালক ট্রাক ফেলে পালিয়ে যায়| দুর্ঘটনার জেরে নির্যাতিতা তরুণী ও আইনজীবীকে মারাত্মক আহত অবস্থায় লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি করা হয়| তাঁদের অবস্থা খুবই আশঙ্কাজনক| এই দুর্ঘটনায় প্রথমে জানা গিয়েছিল, উন্নায়ওয়ের নির্যাতিতার মা মারা গিয়েছেন। পরে জানা যায়, তিনি এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এদিন পুলিশকে কোনওক্রমে তিনি জানিয়েছেন, “এটা কোনও দুর্ঘটনা নয়। আমাদের শেষ করে দেওয়ার ষড়যন্ত্র।” অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ট্রমা সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন উন্নাও-এর ধর্ষিতা তরুণী ও আইনজীবী মহেন্দ্র সিং।
ট্রমা সেন্টারের মিডিয়া ইন-চার্জ সন্দীপ তিওয়ারি জানিযেছেন, “তরুণী ও তাঁর আইনজীবীকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। দু’জনেরই শারীরিক অবস্থা সংকটজনক কিন্তু স্থিতিশীল। তরুণীর পায়ে ফ্র্যাকচার এবং মাথায় আঘাত রয়েছে।” ইতিমধ্যেই উত্তর প্রদেশ সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, নির্যাতিতা তরুণী ও আইনজীবীর যাবতীয় খরচ বহন করবে রাজ্য সরকার।
রবিবারের দুর্ঘটনা প্রসঙ্গে উত্তর প্রদেশের ডিজিপি ও পি সিং জানিয়েছেন, ‘আমরা নিরপেক্ষ তদন্ত করব| প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে এটি নিছকই দুর্ঘটনা| ট্রাকের চালক ও মালিককে গ্রেফতার করা হয়েছে| যদি নির্যাতিতার পরিবার সিবিআই তদন্তের দাবি করে, তবে এই মামলার তদন্তভার আমরা সিবিআই-এর হাতে তুলে দেব|’ ডিজিপি আরও জানিয়েছেন, ‘ওই তরুণীর নিরাপত্তায় কোনওরকম গাফিলতি ছিল না| গাড়িতে জায়গা না থাকার কারণে, ওই তরুণী নিজেই নিরাপত্তারক্ষীকে তাঁর সঙ্গে রায়বরেলিতে যেতে বারণ করেছিল|’
অন্যদিকে, যে ট্রাকটি রবিবার উন্নাওয়ের নির্যাতিতার গাড়িতে ধাক্কা মারে, তার নম্বর প্লেট মুছে গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে তা ফিরে পাওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও জানানো হয়েছে। ট্রাকের চালককে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই উন্নাওয়ে নির্যাতিতা তরুণীর গাড়ি দুর্ঘটনায় বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার, তাঁর ভাই মনোজ সিং সেঙ্গার এবং সংশ্লিষ্ট আরও ৮ জনের বিরুদ্ধে এফআইআর লঞ্চ করেছে পুলিশ।
উল্লেখ্য, ২০১৭ সালে বিধায়কের কাছে চাকরি চাইতে গিয়ে মাত্র ১৬ বছর বয়সে ধর্ষিতা হয়েছিলেন ওই তরুণী| উন্নাওয়ের ধর্ষণ মামলা জাতীয় রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছিল| বিধায়ককে গ্রেফতার করে ধর্ষণের অভিযোগের সিবিআই তদন্ত করাতে বাধ্য হয় সরকার|