BRAKING NEWS

ত্রিপুরাবাসী স্বভাবে সৎ, সাহসী ও সহযোগিতা মানসিকতা সম্পন্ন, জানালেন বিদায়ী রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই ৷৷ টানা ১১ মাস রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করে রবিবার রাজ্যত্যাগ করলেন বিদায়ী রাজ্যপাল প্রফেসার কাপ্তান সিং সোলাঙ্কী৷ রাজ্যে অবস্থানকালে রাজ্যবাসীর কাছ থেকে যে ভালবাসা পেয়েছেন তাতে তিনি মুগ্দ৷ তিনি চিরকাল তা মনে রাখবেন বলে বিদায়কালে উল্লেখ করেছেন৷ বিদায়ী রাজ্যপাল প্রফেসার কাপ্তান সিং সোলাঙ্কি রাজ্য ত্যাগ করেন৷


এই উপলক্ষ্যে রাজভবনে রাজ্য আরক্ষা বাহিনীর পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়৷ সে সময় রাজ্যে নবনিযুক্ত রাজ্যপাল রমেশ বৈস, সস্ত্রীক মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী যীষ্ণ দেববর্মা, রাজস্বমন্ত্রী এন সি দেববর্মা, শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, উপজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী সান্ত্বনা চাকমা, বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস, বিধানসবার চীফ হুইপ কল্যাণী রায়, মুখ্য সচিব ইউ ভেঙ্কটেশ্বরলু সহ রাজ্যের বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন এবং তাঁকে বিদায় জানান৷


অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় বিদায়ী রাজ্যপাল প্রফেসার সোলাঙ্কি বলেন, রাজ্যপাল হিসাবে দীর্ঘ ১১ মাসের কার্যকালে রাজ্য সরকারের সাথে কাজ করা এবং ত্রিপুরার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ হয়েছে৷ বর্তমানে কেন্দ্রীয় সরকার ত্রিপুরা ও উত্তর – পূর্বাঞ্চলের উন্নয়নে বিশেষ জোর দিয়েছে৷

রাজ্য সরকার কেন্দ্রীয় ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নে বিশেষ জোর দিয়েছে৷ রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার ও রাজ্যবাসীর সার্বিক সহযোগিতায় রাজ্যের উন্নয়ন ব্রতী হয়েছে৷ তিনি আরও বলেন, রাজ্যবাসী স্বভাবে সৎ, সাহসী ও সহযোগিতা মানসিকতা সম্পন্ন৷ তিনি সকল রাজ্যবাসীর সুস্থতা ও সফলতার কামনা করেন৷ রাজ্য সরকার রাজ্যকে মডেল রাজ্য হিসেবে পরিণত করার যে স্বপ্ণ দেখেছে তা সফল করতে রাজ্যবাসীর প্রতি তিনি আহ্বান জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *