নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৮ জুলাই৷৷ উত্তর জেলার কদমতলা ব্লকের অধীন বড়গুল গ্রাম পঞ্চায়েতের ৪ এবং ৫ নং ওয়ার্ডের ৮নং এবং ৯ নং আসনে পুনরায় হবে ভোট৷ জুলাইবাসা বেসিক সিনিয়র সুকলে হবে পুনরায় ভোট৷ ব্যালট স্লিপে বিসংগতি ধরা পরাতে স্থানীয় ভোটার ও বিজেপি নেতৃত্বরা পুনরায় ভোটের দাবি তুলেছিলেন৷ অবশেষে আজ স্টেট ইলেকশন কমিশনার পুনরায় ওই ভোটকেন্দ্রে ভোট হওয়ার নির্দেশ জারি করেন৷ পাশাপাশি কুমারঘাটের ছয়টি ব্লকেও ওইদিন পুণরায় ভোট গ্রহণ করা হবে বলে জানা গিয়েছে৷
প্রসঙ্গত ২৭ জুলাই গোটা রাজ্যের সাথে উত্তর জেলার কদমতলা ব্লকাধীন জুলাইবাসা সিনিয়র বেসিক সুকলে বরগোল গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের ভোট সকাল থেকে যথারীতি শুরু হলেও অন্তিম পর্যায়ে এসে একজন ভোটারের চোখে ধরা পড়ে ব্যালট পেপারের কারচুপি৷বিজেপির মহিলা প্রার্থী স্বপ্ণা বেগম এর নামে একি ব্যালট পেপারে দুবার নাম ও প্রতীক চিহ্ণ থাকলেও অপর প্রার্থী আশরাফুর রহমান এর নাম ব্যালট পেপারে নেই৷তাই যথারীতি ভোট চলা অবস্থায় আশরাফুলের ঝুলিতে অনেকটা ভোট কম পড়ায় ক্ষুদ্ধ হয়ে ওঠে বিজেপি কর্মীরা৷অপরদিকে স্বপ্ণা বেগমের ঝুলিতে অনেকটা বেশি ভোট পড়ে৷তাই নির্বাচন আধিকারিকের নিকট এই ধরনের ভুলের জন্য ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় ভোটারসহ বিজেপি কর্মী সমর্থকরা৷
ঘটনার সঙ্গে সঙ্গেই ছুটে আসেন মহকুমা শাসক, ও মহকুমা পুলিশ আধিকারিক সহ বিজেপির মন্ডল নেতারা৷জুলাই বাসার এই ভোটকেন্দ্রে বড়গুল গ্রাম পঞ্চায়েতের ৪ নং এবং ৫ নং ওয়ার্ডের তিনটি আসনের ভোট গণনা কেন্দ্র অনুষ্ঠিত হয়েছিল৷৫ নং ওয়ার্ডের এই ব্যালট পেপার জনিত সমস্যার কারণে ৪ নং ওয়ার্ডের ভোট শেষ লগ্ণে বাতিল করা হয়৷অবশেষে মহকুমাশাসক এখানে ভোট বাতিল ঘোষণা করেন এবং রিপোলের এর আশ্বাস দেন৷ তারপর ক্ষুব্দ ভোটার ও বিজেপি কর্মীরা ভোট কেন্দ্র ত্যাগ করে চলে যায়৷এই আসনে মোট ৫৪৯ জন ভোটার৷ তারপর পুনরায় ৩০ জুলাই বরগোল গ্রাম পঞ্চায়েতে ৪ এবং ৫ নং ওয়ার্ডের ৮ এবং ৯ নং আসনের ভোট জুলাই বাসা সুকলে হওয়ার সিদ্ধান্ত নিয়ে সরকারিভাবে জানিয়ে দিলেন স্টেট ইলেকশন কমিশনার৷ ৩০ জুলাই কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সকাল ৭ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে পুনরায় ভোটদান প্রক্রিয়া৷